সাভার ও ধামরাইয়ে করোনার গণটিকা কার্যক্রম চালু
সত্যের সংবাদ.কম: ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন ও সাভার পৌরসভার৩ টি ওয়ার্ডের বিভিন্ন স্কুলে এ গণটিকার উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আশুলিয়া স্কুল ক্যাম্পাসে উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাতাববর,সাভার ইউনিয়নের চাপাইণ হাই স্কুল ক্যাম্পাসে উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা,বনগাওয়ে উদ্বোধন করেন,চেয়াম্যান সাইফুল ইসলাম ও ভাকুর্তার মুশুরীখোলা এলাকায় টিকা নেওয়া অসুস্থ রোগীদের বিনামুল্যে খাবারের ব্যবস্থা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন।
এদিকে ধামরাইয়ে আজ সকাল থেকে অনুরুপ ভাবে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে । শনিবার সকালে ধামরাই পৌর সভায় গণটিকাদান কর্মসূচীর ভার্চুয়াল উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা । উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাাঃ নূর রিফফাত আরা ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সহ আরো অনেকেই ।
ধামরাইয়ের ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শনিবার সকাল ৯ টা থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গনটিকাদান কর্মসূচী । করোনা প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে তিনটি করে বোথের মাধ্যমে এই গণটিকা দেওয়া হচেছ । এ ছাড়ার ইপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মসূচী রয়েছে অব্যাহত। সূত্রঃ-সাভার প্রতিনিধি।
ঢাকা জেলা সির্ভিল সার্জন ডাঃ আবুল হোসেন মোঃ মাইনুল আহসান জানান,অনুরুপ ভাবে ঢাকা জেলার অন্যান্য উপজেলা ও থানায় এ কার্য্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply