সাভারে মাসব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
রফিকুল ইসলাম জিল্লু, সাভার থেকেঃ
সাভারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে সাভারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে এক হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সালাহ্ উদ্দিন দরনীর সভাপতিত্বে ভাচুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাভার পৌর মেয়র মোঃ আব্দুল গণি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে জিয়াউর রহমান। এটা দিনের আলোর মতো পরিস্কার। তাই আমি বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সকল অপকর্মকে রুখে দিয়ে মানুষের পাশে দাড়াতে হবে। অসহায় মানুষের পাশে দাড়ানোর সামর্থ্য যুবলীগের আছে। যুবলীগ দেশের মানুষের কল্যানে কাজ করে মানবিক যুবলীগ উপাধি পেয়েছে। অন্যদিকে বিএনপি মানুষকে ভালো বাসেনা। বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, বিএনপি দেশের মানুষকে ভালোবাসেনা, দেশ চায় না, দেশের স্বাধিনতা চায় না।
ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯৭৫ সালে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply