সাভারে তিতাস গ্যাসের বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযান শুরু
রফিকুল ইসলাম জিল্লুঃ
সাভারে বকেয়া গ্যাস বিল আদায় উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার জোনাল নিপণন অফিস ।
৩১শে আগস্ট ২০২১ মঙ্গলবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের পার্বতীনগর, ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে তিতাস গ্যাসের ৩০ লক্ষ টাকা বকেয়া বিল আদায়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে নগদ ১২ লক্ষ টাকা বকেয়া গ্যাস বিল আদায় করাসহ ৪২ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ব্যাংক কলোনি এলাকায় তিতাস গ্যাসের ৩০ লক্ষ টাকা বকেয়া বিল আদায় উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ১২ লক্ষ টাকা বকেয়া গ্যাস বিল আদায় করা হয়েছে। এছাড়াও বৈধ গ্রাহকেরা অবৈধভাবে বেশি চলা ব্যবহার করা সহ বকেয়া বিল পরিশোধ না করায় মোট ৪২ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply