সাভারের রেডিওকলোনিতে আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার গার্মেন্টস উদ্বোধন

শেখ এ কে আজাদ,রফিকুল ইসলাম জিল্লুঃ

সাভারে আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার গার্মেন্টস উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার রেডিও কলোনীতে আল মুসলিম গ্রুপের নতুন একটি গার্মেন্টস কারখানা উদ্বোধন করা হয়।

নতুন এই পোশাক কারখানাটিতে ১০হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়েছে।
গার্মেন্টস উদ্বোধন শেষে প্রধান অতিথি ডা.এনামুর রহমান সাংবাদিকদের জানান, সারা বাংলাদেশেই তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের সরকার করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

করোনা কালীন সময়েও বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রপ্তানী খাতে ১৩ পারসেন আয় বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী তাদের আরও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে বলে জানা তিনি।

পরে কারখানা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের সাথে খোলা মেলা কথা বলেন। এর আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও কারখানাটির সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,আল মুসলিম গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল্লাহ ১ওয়ার্ডের কমিশনার রমজান আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *