সত্যেরসংবাদঃসাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কালি নগর জামে মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী রাজু বাহিনীর হামলা মামলার ঘটনায় কামরাঙ্গীরচর থেকে আজ রাতে তেতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজুবাহিনীর প্রধান রাজুকে গ্রেফতার করেছে পুলিশ ।
এবিষয়ে সাভার মডেল থানা উপপরিদর্শক সুজন সিকদার জানান, গত ২৩ জুলাই তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কালি নগর জামে মসজিদে ভাংচুরের মামলায় পলাতক প্রধান আসামী রাজুকে ডিজিটাল প্রযুক্তির সহতায় কামরাঙ্গীচর থানাধীন ঝালুহাটি তার নিজ শশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় বাকি আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
উল্লেখযোগ্য গেল ২৬ জুলাই সাভার মডেল থানায় এঘটনায় কাজী আবদুল মাজেদ নামে এক ব্যাক্তি মামলা দায়ের করেন।
সাভারে উপজেলায় বিভিন্ন এলাকা ভিত্তিক জরুরি ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোগতা প্রয়োজন। ঝুঁকিহীনভাবে ব্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর শীর্ষে।
সরাসরি সিলেটের শীর্ষ স্থানীয় চা পাতার মধ্য গ্রীন লেভেল টির সকল প্যাকেট ও টি ব্যাগ,বিটি২ পাইকারি মূল্যে সরাসরি সেলস ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন সাভারে। আপনার এলাকায় কাজ করতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুনঃ (MCATC), সাভার,ঢাকা।০১৬৭৩০৮৬৮১৪।
Leave a Reply