সাভার তুরাগ নদে ট্রলার ডুবি উদ্ধার ৫,নিখোঁজ আরো ২

সাভার তুরাগ নদে ট্রলার ডুবি উদ্ধার ৫,নিখোঁজ আরো ২

শেখ এ কে আজাদ,রফিকুল ইসলাম জিল্লুঃ সাভার থেকেঃ
ঢাকার সাভারের আমিন বাজারের তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিঞ্চালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ শিশুসহ ৫ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুসহ ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

সাভারে উপজেলায় বিভিন্ন এলাকা ভিত্তিক জরুরি ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোগতা প্রয়োজন। ঝুঁকিহীনভাবে ব্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর শীর্ষে।
সরাসরি সিলেটের শীর্ষ স্থানীয় চা পাতার মধ্য গ্রীন লেভেল টির সকল প্যাকেট ও টি ব্যাগ,বিটি২ পাইকারি মূল্যে সরাসরি সেলস ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন সাভারে। আপনার এলাকায় কাজ করতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুনঃ (MCATC), সাভার,ঢাকা।০১৬৭৩০৮৬৮১৪।

শনিবার(৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারে আমিনবাজার তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়া সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলার ওপর উঠে যায়। এসময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।

বড়দেশী এলাকার নারী চমক জান হারিয়েছেন দুই মেয়ে ও ৩ নাতিকে। তিনি বলেন, তার মেয়েরা হলেন সোয়ালা(২০, রুপায়ন(২৪)। ৩ নাতি হল জেসমিন(২), আরমান(৫) ও ইমরান(৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।

বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ানা ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তারা ছিলেন নৌকায়। তাদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি(৫), আলমিনা(৮)। দেড় বছরের টুম্পাকে সাথে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।

ফায়ার সার্ভিস জানান, যাত্রীবাহি ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তারা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।

নৌকা ডুবির নিহত প্রত্যেকের লাশ দাফনের জন্য ২০ টাকার অনুদান ঘোষনাঃ-

গাবতলীর তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত প্রত্যেকের মৃতদেহ দাফন করার হন্য ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষনা দিয়েছেন জেলা প্রশাষক। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, নৌকা ডুবির ঘটনায় নিহতদের প্রত্যেকের মরদেহ দাফনে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিহারুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা প্রশাষকের মাধ্যমে নিহত প্রত্যেক সদস্যের জনের কাছে মৃতদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়া ঘোষনা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *