বাংলাদেশ আওয়ামী হকার্সলীগ সাভার উপজেলা ও সাভার পৌর শাখার উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সারা বাংলাদেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের সাভার উপজেলা ও সাভার পৌর শাখার উদ্যোগে মিলাদে দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। সাভার পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের সভাপতি মোঃ বাবুল হাসানের কার্যালয়ে এ জন্মদিন পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে গ্রেনেড হামলার আহত মাহাবুবা পারভীন । সভাপতির দ্বায়িত্ব পালন করেন সাভার পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের সভাপতি মোঃ বাবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন,সাভার পৌর বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের মোঃ আবু হানিফ সিকদার,সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,ইঞ্জিনিয়ার আওয়ালাদ হোসেন,
এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের ঢাকা জেলা প্রতিনিধি শেখ আবুল বাশারসহ আরো অনেকে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারতো।
উল্লেখ্য,১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’
Leave a Reply