সাভারে হেমায়েতপুর থেকে স্বর্ণালংকার নিয়ে উধাও এক স্ত্রী
ষ্টাফ রিপোর্টারঃ
সাভারে নগদ টাকা পয়সা,স্বর্ণালংকার নিয়ে উধাও এক স্ত্রী।ঘটনাটি ঘটেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের
হেমায়েতপুর এলাকার মোল্লাপাড়া মহল্লার সফর হাজীর বাড়ী থেকে। সবুজ তালুকদার ও তার স্ত্রী ইয়াসমিন শুরু থেকে গার্মেন্টস কারখানায় কাজ করতো।
গত ১৩ অক্টোবার ইয়াসমিন গার্মেন্টস কারখানা না গিয়ে ঘরে থাকা স্বামীর নগদ ২৫০০০/- হাজার টাকা, নগদ ২ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে বাসায় থেকে বেড় হয়ে যায়। ঐ দিন থেকে তাকে খোজাখুজি করে আজও পাওয়া যায় নি। উল্টা তার আত্মীয় স্বজনের নিকট থেকে প্রাননাশের হুমকি দেয় সবুজ তালুকদারকে। ১৬ তারিখ পর্যন্ত পালিয়ে যাওয়া স্ত্রীর জন্য অপেক্ষা করলে সে আর বাসায় ফিরে আসেনি। তারা আত্বীস্বজন,পরিবার-পরিজনের নিকট খবর নিলে তাকে পাওয়া যায়নি।
সবুজ তালুদার জানান,প্রতিদিনের ন্যায় আমি সকালে উঠে আমার কর্মে গার্মেটস কারখানায় চলে যাই,কিন্তু ঐ দিন আমার স্ত্রী গার্মেন্টস কারখানায় না গিয়ে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে বাসায় থেকে না বলে না জানিয়ে পালিয়ে যায়।তাকে খোজাখুজি করে এখনো পাওয়া যায় নি। মূল্যবান জিনিসসহ পালিয়ে গেলে গত ১৭ অক্টোবার সাভার মডেল থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, আমি অভিযোগ কপি হাতে পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। পালিয়ে যাওয়া স্ত্রী কোথায় আছে আমরা খুজে বেড় করার চেষ্টা করা হবে।
সম্পাদনায়ঃআবুল কালাম আজাদ।
Leave a Reply