সাভারে ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়ে হত্যার চেষ্টা
সাভার প্রতিনিধি:
সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আগুনে ওই বাড়ির নিচতলায় থাকা দুটি মোটরসাইকেল একটি সাইকেল সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ব্যবসায়ী মোঃ হান্নান মিয়া সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে দুই দিন অতিবাহিত হলেও লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেননি।
আগুননের প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক শিল্পী বেগম জানান, রাত দেড়টার দিকে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বিকট শব্দে একটি আওয়াজ হয়। আমি ভিতরের গেট খুলতেই আগুনের তাপ অনুভব করে এবং দরজা খুলে দাও দাও করে আগুন জ্বলছে দেখি। এসময় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপর কিভাবে যেন আগুনের ভেতর দিয়ে দৌড়ে বাড়ির বাহিরে আসি এবং আশপাশের লোকজনকে ডেকে তুলি। পরে এলাকার অন্যান্য লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
সরেজমিনে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী হান্নান মিয়ার বাসায় গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনের মূল ফটক দিয়ে ঢুকতেই সিঁড়ির পাশের কক্ষের দুটি মোটরসাইকেল একটি সাইকেল সহ বিভিন্ন আসবাবপত্র পরা অবস্থায় দেখা যায়। পাশে আরও একটি ফ্ল্যাটের দরজা পুড়ে গেছে পুরো বাড়ির দেয়ালগুলো ধোঁয়ায় কালো হয়ে আস্তর পড়ে গেছে।
পৌরসভা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। এ সময় ঘর থেকে বের হয়ে নিচে নামার চেষ্টা করলে শ্রী কক্ষের সামনে দাও দাও করে আগুন জ্বলতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবেশীরা মিলে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আমার বাড়ির ভেতরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমাদের দুটি মোটর সাইকেল, সাইকেল ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় তিনি অভিযোগ করেন আগুন লাগার স্থলে বিদ্যুতের কোন সংযোগ ছিল না কিংবা আগুন লাগার কোন ধরনের বস্তু ছিল না। আমার মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়ির মূল ফটকের উপর দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমদুল হক বলেন, আগুন লাগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আজি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেয়া হবে।
Leave a Reply