সাভারের আশুলিয়ায় এক নারীশ্রমিককে ধর্ষণের অভিযোগ,কর্মবিরতি পালন  

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক নারীশ্রমিককে ধর্ষণের অভিযোগ,কর্মবিরতি পালন

 

শেখ কে আজাদ,সাভার থেকে:

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ঘুমের ইনজেকশন পুশ করে এক নারীশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ খবর জানার পর কর্মবিরতি পালন করেছেন কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আশুলিয়ার টঙ্গী আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

 

আন্দোলনরত শ্রমিকরা জানান, ভুক্তভোগী ওই শ্রমিক ১৮ ডিসেম্বর কারখানায় যোগদান করেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাকে কারখানার তিনজন স্টাফ ডেকে নিয়ে ঘুমের ইনজেকশন পুশ করে ধর্ষণ করেন। মঙ্গলবার ওই নারী কাজে এসে বিষয়টি তার সহকর্মীদের জানান। পরে ঘটনা জানাজানি হলে কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

ভুক্তভোগী ওই শ্রমিক জানান, ‘আমি কারখানায় নতুন যোগদান করেছি। তাই তিনি অভিযুক্তদের নাম জানাতে পারেনি। দেখলে চিনতে পারবে তিনি। আমি তাদের শাস্তি চাই।’

তবে ঐ সময় কারখানায় গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে কারখানার অ্যাডমিন ম্যানেজার শহিদুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারও যোগাযোগ নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত জেনে আপনাদের পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *