বাঞ্ছারামপুর উপজেলায় ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া এলাকায় ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়েছে । শুক্রবার সকালে অসহায় দুস্থ্য ও গরীব সাধারন শীতার্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মো: রাসেল মিয়া, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো: মাসুম।অনেকে মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাধন মিয়া, জাহিদুল ইসলাম,শামিম, সাইফুল মিয়া,মোস্তফা,আব্দুল,
ইয়াদুল,রবী,জোনায়েদ,ইমন,আরিফুল ইসলাম, বাবু মিতালী,প্রবাসী মোবারক,ইউসুফ প্রমূখ।
ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ এর আয়োজন করে সার্বিক তত্বাবধানে ছিলেন,মো: আরিফুল ইসলাম মাসুম, সাংবাদিক জুয়েল রানা।
শীতবস্ত্র পেয়ে অসহায় দুস্থ্য ও গরীব মানুষরদের মাঝে বেশ হাসিমুখ ও আনন্দঘন পরিবেশ দেখা দেয়।
ও.কা-৯৯
Leave a Reply