সাভারের ১১ ইউপির ৯ টিতে নৌকার জয়,নৌকার নতুন মূখ-২,সতন্ত্র-২
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঢাকার সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে নয়টিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি দুই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সাভার সদর ইউনিয়নে নৌকা প্রতীকে সোহেল রানা, আশুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে এবিএম আজহারুল ইসলাম সুরুজ, পাথালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়নে নৌকা প্রতীকে সৈয়দ আহমদ ভূঁইয়া, ভাকুর্তা ইউনিয়নে নৌকা প্রতীকে নতুন মুখ লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়নে নৌকা প্রতীকে নতুন মুখ রকিব আহমেদ, বিরুলিয়া ইউনিয়নে আনারস প্রতীকে সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাইফুল আলম খান। তেঁতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফখরুল আলম সমর।
Leave a Reply