সাভারের বিরুলিয়ায় প্রতিমন্ত্রীকে নিয়ে বক্তব্যকারীকে দল থেকে বহিষ্কারের দাবি
নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের পরাজিত সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন গত শনিবার ৫ মার্চ দুপুরে বিরুলিয়ার শ্যামপুরে একটি বনভোজনের আয়োজন করে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এম.পি আমাকে ম্যাকানিজম করে হারিয়েছেন আমার কাছে সে ডকুমেন্টস আছে বলে তিনি দাবি করেন।
পড়ে বক্তব্যটি সোস্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে এলে তোলপাড় শুরু হয়, নেতা কর্মীরা বলেন এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে সাইদুর রহমান সুজনকে দল থেকে বহিষ্কার করার জোর দাবিও জানান তারা । আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সাভার-আশুলিয়ার মাটি ও মানুষের নেতা ডাঃ এনামুর রহমান কে নিয়ে অশালীন বক্তব্যকারী কাউকে ছাড় দেয়া হবে না।
সাভার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সেলিম মন্ডলের কাছে। নৌকার প্রার্থী নির্বাচনে পরাজিত হয়ে পাগলের প্রলাপ করছে এবং সকল দায় সাংসদের উপর চাপাচ্ছে বলে জানিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা ।
শনিবার ৫ মার্চ দুপুরে বিরুলিয়ায় শ্যামপুরে একটি বনভোজনে নৌকা প্রতিকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজনের বক্তব্য রাখেন।
Leave a Reply