শনিবার সকালে সাভারে জামসিং এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সত্যেরসংবাদ.কম
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারে অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি হাত- মুখ বাধা মুখ জ্বলছে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং এলাকার মৃত রমজান মোল্লার জমির দেওয়ালের পাশ থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। সকালে জামসিং এলাকায় দেওয়ালের পাশে বস্তাবন্দী হাত ও মুখ বাধা অজ্ঞাত (২৯) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করে বস্তায় ভরে সেখানে ফেলে গেছে। এছাড়া লাশের মুখমন্ডলে আগুনে পোড়ার দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া ফোসকা দাগনরয়েছে।
দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে হাত ও মুখ বেধে লাশ বস্তায় ভরে রেখে ফেলে রেখে যায় বলে ধারনা করছে পুলিশ। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, নিহত অজ্ঞাত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply