সাভারে খেলার সময় এককন্যা শিশু চুরি করে তুলে নিয়েছে অজ্ঞাত বোরখা পড়া নারী

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

সাভারে খেলার সময় জামেলা (৩) নামের এক শিশুকে চুরি করে তুলে নিয়ে গেছে অজ্ঞাত এক নারী। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করেছেন চুরি হওয়া কন্যা শিশুর মা শিলা বেগম।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল। এর আগে বুধবার (৯) মার্চ সাভারের থানা রোড এলাকা থেকে দুপুরের দিকে কন্যাশিশু জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী।
চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। শিশুটি তার নানি ও মা শিলা বেগমের সঙ্গে থাকত জানা যায়।
তারা থানা রোড এলাকার মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকেন। ভুক্তভোগী শিলা বেগম বলেন, দুই বছরের বেশি সময় ধরে তার স্বামী ভরণপোষণ দেয় না। তিনি ১০ বছর আগে রাজবাড়ী থেকে সাভারে আসে। তারা স্বামীসহ বসবাস করত।
মা শিলা বেগমের
স্বামী রেখে চলে গেছে। তিনি আরো জানান মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। বুধবারের আমি কাজে গেলে দুপুর ১২টার দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এ সময় একজন বোরকা পরা নারী তাকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। গতকাল থেকে খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই থানায় মামলা দায়ের করি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে শিশুটি হাঁটতে হাঁটতে সড়কের দিকে এলে চকোলেটজাতীয় কিছু দিয়ে তাকে কোলে করে নিয়ে যায় এক নারী। অভিযুক্ত ওই নারীর পরনে বোরকা ছিল। ফলে তাকে চেনা যাচ্ছে না। তবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *