শেখ এ কে আজাদ, নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভার পৌর এলাকায় পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পৌর এলাকার পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর তত্ত্বাবধানে ওয়ার্ডের নিম্ন আয়ের গরীব অসহায় কয়েক হাজার কার্ডধারী মানুষের মাঝে তালবাগ এলাকায় এ টিসিবি পণ্য বিতরণ করা হয়।
ভোর থেকে লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য ৪শত ২০ টাকার বিনিময়ে তা গ্রহণ করছেন নিম্ন আয়ের কার্ডধারী মানুষেরা।
সরকারিভাবে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে এ টিসিবির পণ্য বিতরণ করা হয়। পণ্যের মধ্যে ছিল- ২ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি মুশুরি ডাল, ১ কেজি চিনি।
এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় পন্য নিতে আসা মানুষদের । টিসিবি পণ্য গ্রহণে ব্যক্তিরা জানান, যতক্ষন পর্যন্ত টিসিবি পন্য থাকে ততক্ষন পর্যন্ত দিয়ে থাকে। তবে’ নিয়মিত তারা এ টিসিবির পন্য প্রতিমাসে পেয়ে থাকেন।
বাজারে দ্রব্য মূল্যের লাগামহীন থাকায় অনেক কম টাকায় টিসিবির পন্য পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষেরা।
মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান জানিয়েছে প্রায় পাঁচ হাজার কার্ডধারী মানুষের মাঝে এ পন্য বিতরণ করা হয় এবং কি টিসিবির পন্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে।
টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন বিতরণকারী টিসিবির কর্তৃপক্ষ।
Leave a Reply