শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামকে (৫০) হত্যার হুমকি দিয়েছে দুর্বৃওরা। এঘটনায় তিনি সাভার মডেল থানায় দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও মুল আসামীকে এখানো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা যায় গেল ২৬ জানুয়ারি সাভারের বলিয়ারপুর এলাকায় সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে অবৈধ ভাবে জাল ভূমি উন্নয়ন করের রশিদ চান সোহেল রানা নামের এক দালাল। এসময় ওই কর্মকর্তা অবৈধ ভাবে ভূমি উন্নয়ন করের রশিদ দিতে অস্বীকার করলে অভিযুক্ত সোহেল রানা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই কর্মকর্তার অফিসের ল্যাপটসসহ মুল্যবান মালামাল ভাঙচুর করে পালিয়ে যায়। অভিযুক্ত সোহেল রানাকে প্রধান আসামী ও তার সহযোগী নাইমুর রহমানকে দ্বিতীয় আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। এঘটনায় মামলার দ্বিতীয় আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এঘটনায় ওই দালালের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল দলিল উদ্ধার করেছে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মাছুমা আক্তার।
এঘটনায় ওই ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply