সাভারে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রি দায়ে ৮ জনের কারাদন্ড

সাভারে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রি দায়ে ৮ জনকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ছবি:সত্যের সংবাদ

সাভারের আশুলিয়ায় আইন ভেঙ্গে আবাদি কৃষি জমি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৮ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাতে এই কারাদণ্ড দেয় আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলে- আশুলিয়ার শিমুলিয়া রনস্থল গ্রামের ফেদু বেপারীর ছেলে মো. রসুল উদ্দিন (৪৭), গাজীপুরের কালিয়াকৈরের পাকুরাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. রাজিব (২২), ডোবাইল গ্রামের মো. বছুর উদ্দিন ছেলে মো. সাইফুল ইসলাম (২০), গোসতরা গ্রামে মো. মকবুল হোসেনের ছেলে মো. মোসলেম (৪২), ধামরাইয়ের বারাড়িয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯), আব্দুল মালেকের ছেলে মো. জুলহাস হোসেন (২৬), ফইসকা গ্রামের মানিক ময়িার ছেলে মো. শিপুল হোসেন (১৮), ফেনী জেলার সোনাগাছি থানার দক্ষিণ চরদরবেশ গ্রামের নরুল ইসলামের ছেলে মো. আকবর হোসেন (২০)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, মাটি চুরির অভিযোগে শিমুলিয়া অভিযানে হাতেনাতে কয়েকজনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে যাছাই-বাছাইয়ের পর ৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এই চক্রটি মাটি চোর। তারা দীর্ঘদিন ধরে আইন ভেঙ্গে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। অনেক সময় জমির মালিকও মাটি বিক্রি করে। আবার চক্রটি জোর করেও মাটি কেটে বিক্রি করে আসছিল। আবাদি কৃষি জমির মাটি কেটে এভাবে ইটভাটায় বিক্রি করা আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ-২০১৩ এ ১৫ ধারা মোতাবেক তাদের এই সাজা দেয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামিদের আশুলিয়া থানার সহযোগিতায় জেল হাজতে পাঠানো হয়।

সম্পাদনায়: মর্জিনা পারভিন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *