নিজস্ব প্রতিদেবক,সাভার থেকে:
সাভারের হেমায়েতপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছেন নিহত শাহাবুদ্দিনের স্ত্রী।
বুধবার (২২ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে সভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ভাইজার মো. ইউসুফ আলী।
মামলার এজাহার সুত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম ফয়সাল (২৮) তার বাবা কিয়াম উদ্দিন (৬০), শহিদুল্লাহ (৩০) ও জাহাঙ্গীর হোসেনের (৩৫) সাথে বিরোধ চলে আসছিলো।
এর আগে অভিযুক্তরা হয়রানির উদ্যেশ্যে শাহাবুদ্দিনের নামে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।
এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) হেমায়েতপুর পিকআপ স্ট্যান্ড এর সামনের রাস্তায় অবস্থান কালীন রাত আনুমানিক আটাটার সময় ধারালো অস্ত্র নিয়ে বিবাদীরা শাহাবুদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মোসলেম উদ্দিন মুসা এবং মো. শাহিনের উপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে স্থানীয় তেঁতুলঝোড়া ইউপি সদস্য পলাশ জানান, অভিযুক্ত ফয়সাল নিহত শাহাবুদ্দিনের কাছে চাঁদাদাবী করে আসছিলো সেই চাঁদার টাকা না দেয়ায় তার উপর এই হামলা চালানো হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে সাভারের হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply