শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ৭৬ তম হায়াতী রহমানিয়া অর্থাৎ শাহী খোশরোজ মূসাবীয়া,আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া সাভার দায়রার উদ্যোগে সাভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা,মিলাদ,এবাদতে সেম-আ ও দোয়া মাহফিল ২১ ফেব্রয়ারী ৮ ফাল্গুন ২৯ রজব রোজ মঙ্গলবার বাদ মাগরিব সাভার থানা বাসষ্ট্যান্ড বংশাই সুপার মার্কেট অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আব্দুল কাইয়ুম আজহারী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এরশাদুত তবলীগ কমিটি
হাটহাজারী চট্রগ্রাম ও শাখা দায়রা সাভার এর সেক্রটারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আহমেদ।
এসময় আরো অন্যন্য দরবারী ওলেমায়ে কেরাম,ওলি,শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও আয়োজনে করেন ইন্তেজামিয়া কমিটি আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া হাটহাজারী চট্রগ্রাম ও এসিস্ট্যান্ট সেক্রেটারী সাভার শাখা দায়রা এর মো: সাইদুর রহমান জীবন।
Leave a Reply