শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক:সাভারে কোন্ডা স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২ রা মার্চ বৃহস্পতিবার বনগাঁও ইউনিয়ন এর কোন্ডা স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ,কোন্ডা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কলিম উদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাতেন, মেহেদী হাসান মদিন, নিজাম উদ্দিন, আরিফুর রহমান মিন্টু এবং খবির উদ্দিন,সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার ও মীমা আক্তার, বনগাঁও ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ কোন্ডা স্কুল এন্ড কলেজ এর শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিডিওচিত্রের রিপোর্ট..
Leave a Reply