শিক্ষার্থীকে বই উপহার দিল সাভার মডেল থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক,সাভার: ঢাকা জেলার সাভার মডেল থানার পক্ষ থেকে অসচ্ছল এক শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। বুধবার রাতে বই শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দেন ওসি।

জানা গেছে, অন্যদিনের মতই থানায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই থানার এক পুলিশ সদস্যের মাধ্যমে জানতে পারেন একজন দরিদ্র শিক্ষার্থী সামর্থ্যের অভাবে বই কিনতে পারছে না।

তিনি মূহুর্তেই তার শ্রেণী বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীর বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম,কে অবগত করলে থানার পক্ষ থেকে বই উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন । নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির পক্ষ থেকে তার মা থানায় আসলে অফিসার ইনচার্জ ওসি এবং পুলিশ পরিদর্শক অপারেশন তার হাতে তুলে দেন গাইড সহ নবম শ্রেণীর সব বই।

বই দেয়ার সময় শিক্ষার্থীটির মাকে বলা হয়, যে কোন সমস্যায় সে যেন নিঃসংকোচে ওসির সাথে যোগাযোগ করেন এবং ছাত্রীটি যেন ভালো ভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করে। এসময় ওই শিক্ষার্থীর মা আপ্লুত হয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, “শুনেছি পুলিশ জনগণের বন্ধু , আজ তার প্রমান পেলাম। মেয়ের পাশে দাড়ানোর জন্য তিনি ধণ্যবাদ জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে”।

প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজের এমন নজির স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রশংসা করেছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে জানা যায় সামর্থ্যের অভাবে একজন ছাত্রী বই কিনতে পারছে না। বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি থানার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পুরো বইয়ের সেট উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে ওই শিক্ষার্থীর পক্ষ থেকে তার মা বইগুলো সানন্দে গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *