আশুলিয়ায় দু-দিন ব্যাপী শুরু হলো দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বয়ানে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন বক্তব্য রাখছেন।
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন ১৬ একর জায়গা জুরে দু-দিন ব্যাপী শুরু হলো দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন । বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার( ৯) মার্চ বিকেল থেকে চলবে শুক্রবার (১০) মার্চ রাত্রি পর্যন্ত। দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তা থাকছেন এ তাবলীগী জমঈয়তে।
সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী বক্তা বয়ান করবেন, দেশগুলোর মধ্যে জর্দান,নেপাল,ভারত,ইন্ডিয়া,মিশর।
এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়ে দিবেন।
প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন,
সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।
প্রথমদিনের আমন্ত্রিত দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন,
প্রফেসর ড.মুহম্মদ লোকমান হোসেন,
প্রফেসর ড.আহমাদুল্লাহ ত্রিশালী,শাঈখ সাইফুদ্দিন বেলাল মাদানী,উপাধ্যক্ষ আব্দুল্লাহ গযন্ফর,শাঈখ আব্দুল্লাহ আল মাহমুদ,শাঈখ মাসউদুল আলম আল উমরী,শাঈখ মুহাম্মদ ইব্রাহীম,আব্দুল হালীম মাদানী,শাঈখ আব্দুল্লাহহিল কাফি মাদানী, শাঈখ হাফিজ হুসাইন বিন সোহরাব,শাঈখ ড.কাউসার এরশাদ মাদানী, শাঈখ ড.রেজাউল করীম মাদানী,শাঈখ মুহাম্মাদ এহসান উল্লাহ,শাঈখ ইসহাক বিন এরশাদ মাদানী,শাঈখ আনীসুর রহমান আনাস মাদানী সহ আরো অনেকে।
দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তা তারা হলেন,মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা’আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি’আ ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।
দ্বিতীয় দিনের আমন্ত্রিত দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবে তারা হলেন,প্রফেসর ড.আ.ব.ম সাঈফুল ইসলাম সিদ্দিকী,অধ্যাপক ড.মুহাম্মদ রঈসুউদ্দিন শাইখ মোফাযযল হুসাইন মাদানী,শাঈখ ড.মুহাম্মদ শহরল্লাহ্ খান মাদানী,শাঈখ ড.ইমাম হোসেন,অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী,শাঈখ আবু আদেল মুহাম্মদ হারুন হুসাইন,শাঈখ আব্দুন নূর বিন আবু সাঈদ মাদানী,শাঈখ মুহাম্মদ আব্দুল মাতীন,অধ্যাপক ড.বারকুল্লাহ বিন দুরুল হুদা আইয়ুবী,শাঈখ নূরুল আবসার, শাঈখ আব্দুল্লাহ বিন শাহেদ মাদানী,শাঈখ আব্দুর রব আফফান মাদানী,শাঈখ ড.যাকারিয়া
আব্দুল জলীল মাদানী,ড.মোহাম্মদ হেদায়েত উল্লাহ সহ আরো অনেকে।
শুক্রবার জুমু’আর খুৎবা বয়ান করবেন,
সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী।
দু দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত থাকবেন,মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।
Leave a Reply