নিজস্ব প্রতিবেদক সাভার থেকে: ডিবি (উত্তর)ঢাকা জেলা এর অভিযানে ডাকাতি গ্রুপের ০৩ জন ডাকাত গ্রেফতার। গত ৩০ ফেব্রয়ারি রাতে সাভারের কাকাবো এলাকায় মোঃ বিল্লাল হোসেন(৩২) এর ভাড়া বাসায় অজ্ঞাতনামা ডাকাত রা প্রবেশ করে তার এবং তার স্ত্রীর হাত-পা বেধে ঘরের স্বর্নালংকার সহ বিভিন্ন দামী মালামাল ডাকাতি করে নিয়ে যায়।এরপর মোঃ বিল্লাল হোসেন (৩২) সাভার মডেল থানায় বাদী হয়ে সাভার মডেল থানার মামলা নং-৮৬,তাং-৩১/০৩/২০২২ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড দায়ের করেন।
পরবর্তীতে উক্ত মামলাটি ডিবি (উত্তর), ঢাকা জেলার উপর ন্যাস্ত করে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন এর একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোমবার ( ২০) মার্চ ভোরে মামলার আসামী গ্রেফতাকৃত সুমন আলী (২৩), পিতা-মোঃ খোরশেদ আলী, মাতা-রিতা আক্তার, সাং-হীরানদী কুল্লা মধ্যপাড়া, আলী বাড়ী, থানা-ধামরাই,জেলা-ঢাকা।সোবহান (২০), পিতা-মোঃ সালেক, মাতা-শানু বেগম, সাং-বিরুলিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা। শান্ত (১৭), পিতা-নুর মোহাম্মদ, মাতা-শাহনাজ, সাং-বিরুলিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা (ভাসমান) দের গ্রেফতার করে হেফাজতে গ্রহন করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা ডাকাতির ঘটনাটি স্বীকার করে। ঐ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উক্ত ডাকাতির ঘটনায় আরো কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে বলে জানা ডিবির অফিসার্স ইনচার্জ ।
Leave a Reply