শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :
ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকায় এক গোপন
সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের
এস আই মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে
একটি চৌকষ টিম অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জাম এবং নগদ টাকা সহ ০৪ জুয়ারী গ্রেফতার । বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের বাইশাকান্দা থেকে
তাদেরকে গ্রেফতার করে।
-গ্রেফতাকৃতরা হলেন,মোঃ বজুল হোসেন (৪২), পিতা-মৃত মঙ্গল আলী, মাতা-মরিয়ম, সাং-যাদবপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা। মোঃ মকবুল হোসেন (৪০), পিতা-মৃত লালচান, মাতা-বায়লা, সাং-ভুরাইল, বাইশাকান্দা, থানা-ধামরাই, জেলা-ঢাকা। আয়নাল (৪৫), পিতা-মৃত বদর উদ্দিন, মাতা-আমেনা, সাং-ভুরাইল, বাইশাকান্দা, থানা-ধামরাই, জেলা-ঢাকা।রাশেদুল ইসলাম (২২), পিতা-মৃত হান্নান,মাতা-কদবানু,সাং-কদমতলী, বাইশাকান্দা, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের জুয়া খেলার ১ টি বান্ডেলে থাকা ৫২(বায়ান্ন) টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা সর্বমোট ২,০৯০ (দুই হাজার নব্বই) টাকা সহ ৪ জুয়ারীদের গ্রেফতার করেছে।
অপর দিকে বৃহস্পতিবার
গভীর রাতে আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এস আই মোঃ জহিুরুল ইসলাম এর নেতৃত্বে
একটি চৌকষ টিম অভিযান চালিয়ে
০২ (দুই) কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) শুক্রবার (৩১) মার্চ দুপরে আমাদের প্রতিবেদককে আসামীদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারের জিরো ট্রলারেন্স ঘোষনার বাস্তবায়নের লক্ষে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)’এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-এর সেবা সরাসরি তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) অভিযান অব্যাহত রেখেছেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় দুটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply