শামস’র মায়ের দোয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারামুক্ত হয়ে ফিরলো মায়ে’র কোলে

শেখ এ কে আজাদ,সাভার: প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক সাভার এর শামসুজ্জামান শামস রাজধানীর রমনা থানায় দ্বায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত হয়ে তার মায়ে’র কাছে ফিরে এসেছেন।

মা ফিরে পেয়েছে তার সন্তানকে। আবেগঘন পরিবেশ। মা করিমন নেছা তার সন্তানকে ফিরে পেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শামসুজ্জামান শামসকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

বিকালে কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে তিনি নিজ কর্মস্থল প্রথম আলো’র কার্যালয়ে যায়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সেখানে তাকে সংবর্ধণা দেয়। সংবর্ধণাস্থলে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ প্রথম আলো’র সহকর্মীরা।

এরপর প্রথম আলো’র মাইক্রোবাস করে তাকে তার নানার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলা’র সোমবাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে শামস এর নানা বাড়ি। শামস এর মামার বাসায় তার মায়ে’র কাছে রাত ১০টার দিকে পৌঁছে দিয়ে যায় তার দুই সহকর্মী
দৈনিক প্রথম আলোর বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ ও হেড অব অ্যাডমিন উৎপল রায়।

এরপর স্থানীয় সংবাদকর্মীরা শামস এর সাথে কুশল বিনিময় করে। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই ফুল দিয়ে বরণ করে নেয় এই তরুণ সাংবাদিককে।

এ ব্যাপারে সাংবাদিক শামসুজ্জামান শামস বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। সকলের ভালবাসা ও সাপোর্ট পেয়েছি। বিশেষ করে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের তারা আমার সঙ্কট কালীন মুহূর্তে আমার পাশে থেকেছে। আর জেলখানায় আমি একবারের জন্যও বিচলিত হয়নি। শুধু মায়ে’র জন্য খারাপ লেগেছে।

তিনি আরো বলেন, আমি আগেও সাংবাদিকতার নীতিনৈতিকতা মেনে সাংবাদিকতা করেছি। ভবিষ্যতেও করবো। সৎ নির্ভীক সাংবাদিকতা করতে চাই।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এই ব্যাপারটিও আমরা আইনি ভাবেই লড়বো।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *