ঈদে দর্শানার্থীদের ভিড় আলাদীন্স পার্কে

শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার:

ঢাকার অদূরে ধামরাইয়ের সিথিতে আলাদীনস আমিউজমেন্ট পার্কে ঈদের দিন থেকেই দর্শানার্থীদের উপচেপড়া ভিড় বাড়ছে।এলাকায় নিরিবিলি শান্ত,সুন্দর আবহাওয়া পরিবেশে পরিবারের সকলকে নিয়ে একটু আনন্দে সময় কাটানোর জন্য পার্কটিতে এবারের ঈদে নতুন সাজে সেজেছে। দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। ধামরাইয়ের কুল্ল্ াইউনিয়নের সিথি এলাকার ২৭ একর জমির উপর আলাদীনস নামে ধামরাইয়ের এক সৌখিন ব্যবসায়ী নির্মাণ করেছেন এ আলাদীনস আমিউজমেন্ট পার্ক এবং আলাদীনস ওয়াটার ওয়ার্ল্ড নামে বিনোদন কেন্দ্রটি জমে উঠেছে।এ পার্কটিতে বিনোদন ও আনন্দ দেয়ার জন্য ১২ডি ডায়নামিক সিনেমা হল, হাইড্রেলিক পেন্ডুলাম, স্পিড স্পিনিং কার, বাম্পার কার, বুল রাইডস, ট্রেন, ডাবল ডেক কেরোসেল, সুপার সুয়িং, মিনি সুইস ড্যান্সিং, ইনফ্লাটেবল কিংডম, জাম্পিং হর্স, কিডি বল গান, মিনি গেমস, কনি রাইডস জোন, প্যাডেল বোট, ভুতুড়ে বাড়ি ঝর্ণা। এছাড়াও রয়েছে আনন্দ দেয়ার জন্য বিভিন্ন নিদর্শন রয়েছে। এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। পার্কে বেড়াতে আসা লোকজনদের একটি বাড়তি আনন্দ দিতে পার্কটিকে নতুনভাবে সাজিয়েছে বলে জানান পার্কের মালিক মো: আলাউদ্দীন। এ পার্কটি টিকিট মূল্যে-রাইডার নির্ধারণ করা হয়েছে ৩৫০টাকা থেকে ৫৫০ টাকা । তবে ড্রাই পার্ক ও ওয়াটার ওযাল্ডে প্রবেশ মূল্যে ভিন্ন রকম রয়েছে। পরিবার-পরিজনের জন্য রয়েছে রিসোর্ট সেন্টার। এখানে প্রতি ঈদেই প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়ে থাকে। এ পার্কটি ধামরাই ঢুলিভিটা ও জয়পুরা দক্ষিণ কেলিয়া হয়ে কার্পেটিং সড়ক দিয়ে, যে কোনো গাড়ি নিয়ে সহজে প্রবেশ করা এবং সাভার নামা থেকে ৮-১০ কিলোমিটারের পাকা রাস্তা সহজে যাওয়া যায়।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *