শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার : ঢাকার অদূরে সাভার বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন নিতে আসায় পার্কটিতে উপচেপড়া ভিড়।বিনোদন পার্কটি ২০১৬ সালে ৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে এই পার্কটিতে রযয়েছে ক্যাবলকার, টয়া ট্রেন, জায়ান্ট হুইল, প্যাডেল বোট, ফুড কোর্টসহ বিনোদনের নানা ব্যবস্থা। এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। এছাড়াাও রয়েছে নানা জীবজন্তু ও পশু-পাখির ভাস্কর্য। পার্কে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা পরিবার-পরিজন বলেছেন তারা খুবই আনন্দ পেয়েছে আবার আগামীতেও পার্কটিতে বিনোদন নিতে আসবে বলে জানান তারা। পার্কটির মালিক ও তত্ববধানকারী বিশিষ্ট ব্যবসায়ী রইস উদ্দিন আহমেদ বলেন, করোনাকালীন ক্ষতি হয়েছে তবে ঢাকার নিকটে বিনোদন পার্ক হওয়ায় এবারে ঈদে দুর-দূরান্তের,নিকটের মানষগুলো বিেিনাদন নিতে আসছে,বিনোদন নিতে আসা পার্কে সকল রাইডার ঠিক আছে,রয়েছে নিরাপত্তার ব্যবস্থা।
Leave a Reply