এ কে আজাদ, প্রতিবেদক, সাভার থেকে: রোববার (৩০)এপ্রিল সকাল ১০টায় থেকে ১ টা পর্যন্ত সারা বাংলাদেশের ন্যায় সাভারে কঠোর নিরাপওায় এস এস সি ও (ভোকেশনাল/কারিগরির এবং সমমানের দাখিল পরীক্ষা অনষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তা, সুষ্ঠ ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সাভার উপজেলায় ১৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
সাভার উপজেলা মাধ্যমিক সূত্রে জানা যায়, সাভার উপজেলায় এবার ১৭ টি কেন্দ্রে মোট ছাত্র-ছাত্রী প্রায় ১৪৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং পরীক্ষার প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।
১৭ টি কেন্দ্রে এর মধ্যে সরেজমিনে গিয়ে তিনটি কেন্দ্রের পরীক্ষার্থী উপস্থিত ও অনুপস্থিত জানা গেছে ১.সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১১০ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনের মধ্য ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ২. সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৪৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনে ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ৩.রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৭৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনে গ্রহনের মধ্য ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
১৪ টি কেন্দ্রের মধ্য পরীক্ষার্থী উপস্থিত এর কথা জানলেও ও অনুপস্থিত জানা যায়নি এসব কেন্দ্রগুলোতে ৩. বি.পি.এ.টি.সি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৮১ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৪. মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৫. জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬১০ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৬. সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯১৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৭.আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুল কেন্দ্রে ৯১৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৮. আশুলিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৯৬৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ১০. দোসাইদ অধন্য স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৩৮১ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন অংশগ্রহন ১১.বেপজা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৪৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন অংশগ্রহন ১২.মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৭৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৩.নয়ারহাট গনবিদ্যাপিঠ কেন্দ্রে ৯৬৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৪. তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৫.কোন্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৫ জন (ভোকেশনাল/কারিগরির) পরীক্ষার্থীর অংশগ্রহন এবং দুটি মাদ্রাসা কেন্দ্রে রয়েছে তার মধ্য ১৬. সাভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৭. গাজীরচট মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন ।
সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা: রানী বেগম জানান, এবারে এস.এস.সি ও (ভোকেশনাল/কারিগরির,সমমানের দাখিল পরীক্ষায় সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্য ছাত্র-ছাত্রী প্রায় ১৪৬১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে এবং কি মোট ১৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এবং দ্বায়িত্ব পালন করেছেন। সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক প্রতিবেদক জানান, শান্তিপূর্ণভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম আইনসৃঙ্খলা ঠিক রাখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব পিটার গমেজ জানান,নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।.রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এইচ এম শাহআলম জানান এ কেন্দ্রে সশৃঙ্খলভাবে পরীক্ষা অনষ্ঠিত হয়েছে এসময় কেন্দ্রটিতে দ্বায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুস সিহাদ,মেডিকেল টিম এর মেহেদী বাশার ও কামরুন্নাহার দ্বায়িত্বপালন করেছেন। সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শেখ মোঃ রফিকুজ্জামান জানান কেন্দ্রটির ভিতরে প্রশাসনের সহযোগিতা ছিল এবং শন্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এসময় সাভার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেন দ্বায়িত্ব পালন করেছেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্্েরট মো:ইসমাইল হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন প্রতিবেদককে জানান, আইনসৃঙ্খলা ঠিক আছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া পরীক্ষা শান্তিপূর্ণ ও সুন্দর করার লক্ষে যানজট নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কেন্দ্রে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পুলিশ ফোর্স নিয়োগ এবং প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য তদারিকার কমিটি থেকে এ ঘোষনা করা হয়। এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্টদের নির্দেশনা রয়েছে সাভার উপজেলায় এস.এস.সি ও (ভোকেশনাল/কারিগরির,সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল মুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছিলেন।
Leave a Reply