শেখ এ কে আজাদ, সাভার : “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুই মে ঢাকার অদূরে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস সাভার শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাভারের সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও পেশকার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply