পূর্ব শুত্রুতার জের ধরে সিংগাইরের বকচর এলাকায় ছমিরুন নেছার বাড়ীতে ও রাস্তায় একাপেয়ে ছেলে সজিবে উপর হামলা ভাংচুর,লক্ষাধিক টাকার ক্ষতি,অভিযোগ দায়ের।
বিশেষ প্রতিবেদক:মানিকগঞ্জ সিংগাইরের জামির্তা ইউনিয়নের বকচর এলাকায় পূর্ব শুত্রুতার জের ধরে হামলা ভাংচুর,লক্ষাধিক টাকার ক্ষতি, পরিবার নিরাপত্তহীনতায় ভুগছে।
এ ঘটনায় ছমিরুন নেছা (৫০), স্বামী-আয়নাল মৃদা বাদী হয়ে মানিকগঞ্জ জজকোর্ট একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার বিবরনীতে জানা যায়,
আসামীগন পূর্বপরিকল্পিত ভাবে বিগত রোববার ২৭ নভেম্বার ২২ ই সনে গরু ছুটিয়া যাওয়া অজুহাতে দৃর্বৃত্ত দলের জুহিরুল বাহিনীর নেতৃত্বে ১০/১২ জন বাদী ছমিরুন নেছার বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড,বাঁশের লাঠি,শাবল,দাড়ালো দা ও চাপাতি নিয়ে প্রবেশ করে। ছমিরুন নেছার স্বামী আয়নাল মৃধাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রান নাশের হুমকি দেয় এবং অপর একটি ঘরের টিনের বেড়া
চাপাতি দিয়ে কুপিয়ে কেটে ক্ষতি করে। এসময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দৃর্বৃত্তরা প্রান নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বেড় হয়ে যায়। দৃর্বৃত্তরা
বাড়ী থেকে বেড় হয়ে যাওয়ার পর ছমিরন নেসার ছেলে সজিব পিকআপ নিয়ে বাড়িতে আসার সময় রাস্তায় একা পেয়ে তার গাড়ী ভাংচুর করে। এসময় তাকে গাড়ীর ভিতর থেকে টেনে হিচরে বেড় করে দেশীয় অস্রহাতে এলোপাথারিভাবে মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঐ সময় সজীবকে উদ্ধার করে দ্রুত সিংগাইর উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করে। এময় তাদের ১ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন বাদী ছমিরন নেছা।
দ্বিতীয় ঘটনায় ১৮ জানুয়ারি ২০২৩ সনের রোববার বিকেল ৩টায় সজিবকে বকচর এলাকার সাকিনের নদীরপার একা পেয়ে দূর্বৃত্ত দলের জহিরুল মৃধা ৩/৪ জন পথরোধ করে পূনরায় হুমকি দিয়ে থাকে থানায় মামলা করার কথা শুনছি এবং থানা পুলিশ তাদের কথা শুনে তাই কোন মামলা মোকদ্দমা কথা শুনলে মেরে নদীতে লাশ ফেলে ঘুম করার হুমকি দিয়ে নাক কান মুখ,পিঠে কিল-ঘুষি মারার পর তাকে মাপলাট দিয়ে গলায় প্যাচ দেয়ার চেষ্টা করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়,তার জ্ঞান ফিরে আসলে ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন উদ্ধার করে সিংগাইর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সব শেষ ঘটনার পর ছমিরুন নেছা বাদী হয়ে মানিকগঞ্জ জেলা জজ কোর্টে মামলা দায়ের করেছেন। যার সি আর মামলা নং-২০২,তাং-২৭ মার্চ ২০২৩ মামলার ধারা
নং১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৫০৬(||)৩৪ দন্ডবিধি।
সিআর মামলার অভিযুক্ত আসামীরা হলেন,জহিরুল মৃধা (৪৫), পিতা মৃত-মুস্তি মৃধা, রাজিব (২৩),পিতা-জহিরুল মৃধা, নাছির/নেছার (৫০),পিতা মৃত- চাঁনু মৃধা, জসিম মৃধা (৫০), পিতা-মৃত-মুস্তি মৃধা,মারুফ (২২), পিতা-মৃত-জসিম মৃধা, লতিফ (২২) পিতা-মৃত-মুস্তি মৃধা, উজ্জল (৩০) পিতা-লতিফ মৃধা, তুষার (২৩), পিতা-খালেক, রাজেদা বেগম, স্বামী- জহিরুল মৃধা সকলের বাড়ী মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চরখালি এলাকায়।
বাদী ছমিরুন নেছা প্রতিবেদককে বলেন জহিরুল মৃধা গং জোর করে তাদের ৪,৫ বিঘা জমি দখল করে আছে। তারই সূত্র ধরে হয়তো তিনি বিভিন্ন সময় জানে মেরে ফেলার হুমকি প্রদান করে, তিনি আমাদের জন্য হুমকিসূরুপ। জানমালের ক্ষতি করে আসছে তারা নিজের পরিবারহ হুমকির মধ্য দিন যাপন করে আসছে। স্থানীয় এলাকার ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের নিকট অভিযোগ দিলেও কোন সুষ্ঠু বিচার পায়নি, থানায় গিয়ে প্রতিকার মেলেনি তাই বাধ্য হয়ে আদালতের সমর্পন হয়েছি। তদন্ত সাপেক্ষে তিনি স্থানীয় প্রশাসন ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এর সুষ্ঠু বিচার দাবী করেছেন।
Leave a Reply