“সাভার প্রেসক্লাবের জরুরি সাধারন সভা অনুষ্ঠিত” রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় দুজনের আজীবন বহিস্কার দাবী

“সাভার প্রেসক্লাবের জরুরি সাধারন সভা অনুষ্ঠিত” রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় দুজনের আজীবন বহিস্কার দাবী

নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
বৃহস্পতিবার ৩ আগষ্ট দুপুরে সাভার প্রেসক্লাব হলরুমে ক্লাবের জৈষ্ঠ্য সদস্য জাভেদ মোস্তফার সভাপতিত্বে এ সাধারণ সভা আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক রুপোকুর রহমান
সাধারণ সম্পাদক রুপোকুর রহমান।

সভায় সর্ব সম্মতিক্রমে পূর্বের স্থগিত হওয়া সভাপতি জাভেদ মোস্তফা ও সাধারণ সম্পাদক রুপোকুর রহমান কমিটিকে পূর্নবহাল করা হয়। এছাড়াও ক্লাবের সদস্য নাজমুস সাকিব ও ইমদাদুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়েরের ঘটনায় তাদেরকে প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কারের জোরালো দাবী উঠলে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমানকে প্রধান করে ক্লাবের সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জীব সাহাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।
সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন সরকার, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক শিবনাথ সাহা, নির্বাহী সদস্য শাহীন আলম চৌধুরী ও শামীম আহমেদ, সদস্য আব্দুল খালেক, দিদারুল ইসলাম,শেখ আবুল কালা আজাদ, রুবেল আহমেদ, বিপ্লব শান্ত, মফিজুর রহমান সোহেল, জিল্লুর রহমান, বিদ্যুৎ আহমেদ, ওমর ফারুক, স্বপন পাটোয়ারী, মিজানুর রহমান, আব্দুর রশীদ, আলমগীর হোসেন, ইব্রাহীম খলিল, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, সালেহ আহমেদসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

০৩.০৮.২৩ ইং।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *