শেখ এ কে আজাদ, সাভার থেকে:-দেশের মানুষ সংঘাত চায়না দুই দলের শান্তি সমাবেশ ও মহাসমাবেশ ঘিরে জনমনে যে আতঙ্ক ও নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এসব দেশের মানুষ চায়না বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব মোঃ শামীম হায়দার। সোমবার দুপুরে সাভার থানা রোডের টপ ক্লাস পার্টি সেন্টারে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ১৯ আসনের জাকের পার্টি সংসদ সদস্য প্রার্থী নির্বাচনের লক্ষ্য কাউন্সিল কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন দেশ ও জনগণের সেবা করার লক্ষ্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা সারাদেশে ইতিমধ্যে ১৭০ টি আসনে প্রার্থী নির্বাচন করেছি।
কাউন্সিল কর্মসূচির দুজন মনোনয়ন প্রত্যাশী মধ্যে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অতিরিক্ত মহাসচিব মোঃ শামস উদ্দিন মোল্লা ৭১৮ ভোট পেয়ে ঢাকা ১৯ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয় অন্যদিকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন দেওয়ান পায় ৩১৭ ভোট
এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জাকের পার্টির মহাসচিব মোঃ শামীম হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুফতি মাওলানা মাছুম বিল্লাহ সহ দলের অন্যান্য নেতা কর্মীরা ।
Leave a Reply