শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদ, যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে সাভারে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাভার উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, সমবায় কর্মকর্তা রুহুল আমিন ও ইসলামী শিক্ষা সহায়ক সংস্থাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোক্তারা।
সভা শেষে উদ্যোক্তা, সফল সংগঠক ও সংগঠনের মাঝে ১২ লক্ষ টাকার চেক বিতরণ ও ৩০ জনকে সনদ, ও ৬ জনকে পুরস্কার করা হয়।
Leave a Reply