ধামরাইয়ে মনোনয়ন ফরম কেনায় বিএনপি নেতা বহিষ্কার

ধামরাইয়ে মনোনয়ন ফরম কেনায় বিএনপি নেতা বহিষ্কার

ধামরাইয়ে মনোনয়ন ফরম কেনায় বিএনপি নেতা বহিষ্কার

 ধামরাই (ঢাকা) : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কেনায় ধামরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ কারণে ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত সোমবার ধামরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ কারণেই মূলত দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলের কর্মসূচিতে ও সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন না।

দলের কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগও রাখেন না। তাঁর মালিকানাধীন ধামরাইয়ের ‘সীমা সিনেমা হল’-এ ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শন করাও ছিল বহিষ্কারের অন্যতম কারণ।
দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *