সাভার প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ক্রিয়ায় অংশগ্রহনে মহিলা ডিগ্রি কলেজ শীর্ষে
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভার প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ। সাভার অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৬ ডিসেম্বর সকালে কুচকাওয়াজ ক্রিয়া সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রাজীব, সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ফেরদৌস ওয়াহিদ। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো: আকবর আলী খান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো:সায়েমুল হুদা সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন।
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার ডিগ্রি কলেজ থেকে কুচকাওয়াজ ও শরীর চর্চায় অংশ গ্রহন করে দুটিতে তৃতীয় অপরটিতে প্রথম চ্যাম্পিয়ন হয়েছেন বলে জানালেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম এ জামান এবং ক্রিয়া শিক্ষিকা ইতি রানি দাস জানান তাদের ১ মাসের কঠোর পরিশ্রম ফসল এবং উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যেয় ব্যক্ত করেছেন।
Leave a Reply