শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
বুধবার (১৭) জানুয়ারি সন্ধ্যায় জাবাল-ই নূর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, কবি ও লেখক অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন এর লিখা তৃতীয় কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শিমুলতলা এম,কে টাওয়ার কনভেশন হলে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এমকে টাওয়ার এবং এমকে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক
ও সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।
মোড়ক উন্মোচনের সভায় সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া ক্লাব লিমিটেড এর সভাপতি ওসাভার সিটিজেন ক্লাব লিমিটেড নির্বাহী সদস্য এবং আশুলিয়া থানা যুবলীগ নেতা রাজু দেওয়ান।জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মোঃ আবুল হোসেন,ল্যাব জোন হাসপাতাল (প্রা:) লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সহ সভাপতি রোটারিয়ান মোঃ ওয়াকিলুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব সিএসই
প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ,সাভার মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর ধর্ম সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম,সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সেক্রেটারি জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন।
স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসা অধ্যক্ষ ও কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ”লেখক মাওলানা মুহাম্মদ হোসাইন উদ্দিন।
কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ” বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রিন্স এডোকেশন গ্রুপ এর চেয়ারম্যান শাহ্ মোঃ রাসেল উদ্দীন প্রিন্স,জাবাল-ই-নূর আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাসুদ সালাম মাদানী,জাবাল-ই-নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল এডভোকেট মাওলানা মোক্তার হোসেন।জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী
আবদুল্লাহ আল মামুন ও মালিহা পারভেজইসলামী সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি এর চিফ কনসালটেন্ট ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর আইন সম্পাদক
মুহাম্মদ আলমগীর কবির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মারুফ বিল্লাহ প্রমূখ।
মোড়ক উন্মোচনের বইটির জন্য সভাটি প্রানবন্ত হয় এবং প্রতিবাদ মূখর বইটিতে লিখা হয়েছে।
বইটির মূল্য ধরা হয়েছে ২৭০ এ টাকা ফিলিস্তিনির আর্তনাদ এর মানুষের জন্য অনুদান করা হবে।
Leave a Reply