সাভার মডেল থানা পুলিশের অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

  • সাভার মডেল থানা পুলিশের অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভার মডেল থানা পুলিশের অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ গ্রেফতার একজন। সোমবার ২২ জানুয়ারী সাভার মডেল থানায় অবৈধ বিদেশী পিস্তলসহ আসামী গ্রেফতারের বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদ্য পদান্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহিল কাফি।

তথ্যমতে জানা যায় গত ২১ শে জানুয়ারী সাভার মডেল থানাধীন আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এর সামনে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র পিস্তল নিয়ে অবস্হান করিতেছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আসওয়াদুর রহমান ও টাইগার -১ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সসহ ৪:২৫ মিঃ এ সাভার মডেল থানাধীন আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এর সামনে থেকে একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ধরার পর দেহ তল্লাশী করলে একটি খালি ম্যাগাজিনসহ পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে যাহাতে ইংরেজিতে খোদাই করা MADE IN USA, NO-70 পাইয়া জব্দ তালিকামুলে জব্দ করা হয়। এই ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে ২২/১/২৪ইং তারিখে মামলা রজ্জু হয় যার নং- ৩৮, মামলাটি পরবর্তীতে এস আই হারুন- অর- রশীদের এর উপর তদন্তভার অর্পন করা হয় গ্রেফতারকৃত আসামীর নাম পুলক কুমার সরকার (৩২) বলে জানা যায় তার পিতার নাম: রবীন্দ্রনাথ সরকার, মাতা: ঊষা রানী সরকার, সাং ডেমরা, থানা: ফরিদপুর, জেলা: পাবনা, এ/পি সাং- সাভারে ভাসমান ছিল বলে জানা যায়।

এ ছাড়া প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায় আসামীর বিরুদ্ধে একাধিক মামলা আছে, মামলা সংক্রান্ত বিষয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তরিত তথ্য জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি।
এসময় উপস্হিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আকবার আলী খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, এস আই সুদিপ কুমার ঘোপ সহ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *