বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে এসে শতাধিক হকারদের সাথে জেলে গেল নূর
সত্যেরসংবাদডেক্স;
১পর্বে বিশ্ব ইজতেমায় শুক্রবার
জুম্মার নামাজ পড়তে আসেন আলেয়া এমব্রয়ডারির উৎপাদন বিভাগের ম্যানুয়াল অপারেটর নূর মোহাম্মদ। নামাজ শেষে ফেরার পথে পুলিশ তাকে আটক করে। গতকাল সড়কে ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় নূর মোহাম্মদকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয় বলে দাবি তার সহকর্মীদের।
নূর মোহাম্মদের সহকর্মী আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে জানান, গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়তে আসেন নূর মোহাম্মদ। দুপুরে বাসায় ফেরার পথে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে বেশ কিছু হকারের সাথে তাকেও ধরে নিয়ে যায় পুলিশ। সংবাদটি শোনার পর আমরা কয়েকজন সহকর্মী মিলে উত্তরা পশ্চিম থানায় যাই। অনেক ঘোরাঘুরির পর তার সঙ্গে দেখা করতে পারি। এ সময় নূর লজ্জায় আমাদের সামনে কাঁদতে থাকে। মধ্যরাত পর্যন্ত থানার সামনে অপেক্ষায় থাকি। অনেক জায়গায় ফোন দিয়ে বিষয়টি জানাই। তার অফিসের আইডি কার্ড থানায় দেখানোর পরেও তাকে ছাড়েনি পুলিশ। আজ সকালে জানতে পারি তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর থেকে এই অভিযানের নেতৃত্ব দেয় উত্তরা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিন। গতকালের ওই অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান তিনি।
এডিসি বলেন, যারা জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও গণ উপদ্রব সৃষ্টি করছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। কে হকার কে হকার না এটা আমাদের দেখার বিষয় না। কী ধরনের বিঘ্ন সৃষ্টি তৈরি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই আমি আপনাকে যথেষ্ট পরিমাণে তথ্য দিয়েছি, এখন বেশি কথা বলার সময় আমার হাতে নাই।
এ ধরনের অভিযান অনেকে স্বাগত জানিয়েছে অনেক মুসুল্লিরা।
এর পূর্বে সাভারের মহাসড়কে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলা ফুটপাতো হকার উছেদ হওয়ায় সাভারের সুনাগরিকগন খুশি হয়েছে যা ইজতেমার ময়দানে এটি দ্বিতীয় হকার উচ্ছেদ অভিযান, হকার উচ্ছেদ।
Leave a Reply