সাভারে ভূমিদস্যু প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা

সাভারে ভূমিদস্যু প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা।সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়
বেদে সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক পরিবার অংশ নেন।

শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার থেকে:
সাভারের কোটি টাকার জমি প্রতারকের বিরুদ্ধে৷ আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেদে সম্প্রদায়ের ভুক্তভোগীরা জমি ক্রেতারা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়
বেদে সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক পরিবার অংশ নেন।

সাভারের বেদে সম্প্রদায়ের কিছু মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে জাল দলিল তৈরির মাধ্যমে জমি বিক্রি করে ১ কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাবুল হাওলাদার ওরফে ভূমিদস্যু টিবি বাবুলের বিরুদ্ধে।

অভিযুক্ত বাবুল হাওলাদার ওরফে টিবি বাবুল প্রতারণার এই টাকা হাতিয়ে নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সাভারের ছায়াবীথি এলাকার কাতার প্রবাসী হাবিবুর রহমানের বাড়ির কেয়ারটেকার ছিলেন বাবুল হাওলাদার ওরফে টিবি বাবুল ও তার স্ত্রী। হাবিবুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর ৮ বছর আগে মৃত্যুবরণ করেন। প্রবাসী হাবিবুর রহমানের মৃত্যুর পর নাবালক সন্তান ও স্ত্রীকে না জানিয়েই সুযোগবুঝে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের অসাধু এক সিন্ডিকেটের সহায়তায় জাল দলিল তৈরি করে বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছে মালিকানা হস্তান্তর করেন ভূমিদস্যু টিবি বাবুল। সম্প্রতি মরহুম হাবিবুর রহমানের পরিবার দেশে ফিরে আসলে বাবুলের প্রতারণা ধরা পড়ে।

আর গত কয়েকমাস যাবৎ দফায় দফায় টিবি বাবুলের এসব প্রতারণার বিষয়ে সুরাহা চেয়ে সাভার ও আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার মেলেনি প্রতারণার শিকার ভুক্তভোগীদের।

জাল দলিল করে জমি বিক্রি করে বেদে সম্প্রদায়ের কয়েকটি  পরিবারে সহায়,সম্বল কেরে নিয়েছে বলে অভিযোগ উঠলে বাবুল হাওলাদার ওরফে ভূমিদস্যু টিবি বাবুলের বিরুদ্ধে। বিকেলে তার মোবাইলে সাক্ষাতকার গ্রহন করতে চাইলে মোবাইল রিসিভ করেনি। ভুক্তভোগিরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীরা জানান দ্রুত প্রশাসনের ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে ঐ ভূমিদস্যু বাবুলসহ তার সহযোগিদের বিরুদ্ধে কঠোর বিচার দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *