আ-মরি বাংলা ভাষা

লেখক::আতিক রায়হান

প্রভাষক, আইসিটি বিভাগ
তেঁতুলঝোড়া কলেজ,সাভার,ঢাকা
ইমেলঃ atuarrahmanatique

@gmail.com

বছর ঘুরে আবার ফিরে এলো ভাষা দিবস। পৃথিবীতে একমাত্র আমরাই যারা মায়ের ভাষা কথা বলতে লড়াই করেছি।এই ভাষায় কথা বলে আমি আমরা যে শান্তি পাই তা আর কোন ভাষাতে পাই না।বাংলা ভাষাকে আমাদের মায়ের ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে লড়াই করেছে বর্গীদের ওপরে।ভাষার জন্য অকুতোভয় দুঃসাহসী সংগ্রাম করে নিজেদের জীবন বাজি ধরতে কুন্ঠাবোধ করেনি।এই ভাষাতেই বাংলা ভাষা ভাষি মানুষেরা পরম তৃপ্তি লাভ করে।কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে রফিক সালাম জব্বার শফিউলদের মহান ত্যাগের বিনিময়ে অর্জিত সেই ভাষার মান আজও দিতে পারি না।তাদের ত্যাগের সেই মহিমাগাথা ইতিহাস। এই প্রজন্মের তরুনেরা জানে না তাদের বীরত্বের সেই ইতিহাস। সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একট নিউজ বুলেটিন আমাদের ভাবাচ্ছে যাদের ত্যাগ তিতিক্ষার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম পরম্পরায় জানে না ভাষা শহীদদের ত্যাগ সম্পর্কে। জানে না ভাষা দিবস সম্পর্কে। কোন বছর কোন মাস কত তারিখ। এটা আমাদের ভাববার বিষয়। অথচ এ ব্যার্থতার দায আমরা অস্বীকার করবো কি করে।ভাষা সংগ্রামের প্রায় ৪৭ বছর পর কানাডা প্রবাসী দুই ভাষা গবেষক আবদুস সালাম ও মোঃ রফিকুল ইসলাম নামে বাংগালী তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বিশ্ববাসী জানতে পারে আমাদের ভাষা আন্দোলনের কথা। পরিশেষে ১৯৯৯ সালে জাতিসংঘের ইওনোস্ক বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।সারা বিশ্বের মানুষ জানতে পারে বাংলা ভাষা সর্ম্পকে। ভাষার জন্য সংগ্রাম করতে হয়।বাংগালীর গৌরবগাঁথা ইতিহাস জানতে পার। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক পরিমন্ডলে নির্বিবাদে পালন করা হয় ভাষা দিবস হিসেবে।দীর্ঘ দিন পর ২০০৬ সালের পর সেনা সমর্থিত সরকার ভাষা শহীদদের ত্যাগ তিতিক্ষার গৌরবগাঁথা ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত স্মৃতি চিন্হ সংরক্ষণে।ভাষা শহীদর নিজ গ্রামে প্রতিষ্ঠা করে ভাষা শহীদ স্মৃতি পাঠাগার। আজ মহান শহীদ দিবসের এক্ষনে চাই দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন। দেশের জাতীয় পাঠ্যক্রম মহান ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করণ।সারাদেশ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহিদ দিবস উদযাপন ও শহীদ মিনার স্থাপন। পাশাপাশি পাঠ্যপুস্তকে তাদের জীবনী অন্তর্ভুক্ত করা তরুণ প্রজন্মকে তাদের গৌরব গাঁথা ইতিহাস জানানো।

পরিশেষে বলতে চাই
মোদের গবর মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *