শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার থেকে:
সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনির ড্রাইভার মোঃ ফারুক হোসেন এর ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার হ্যাক হওয়ায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফারুক হোসেন জানান,
২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার হ্যাক হলে বিভিন্ন অজুহাত দেখিয়ে হ্যাকার প্রতারক চক্র
টাকা হাতিয়ে নেয়ার খবর পায়। এমন ঘটনায় তার নিকট টাকা চাওয়ার অভিযোগ আসলে, কাছের এবং দূরের কোন ব্যক্তিকে বিকাশ ছাড়াও কোন মাধ্যমে টাকা পয়সা না পাঠানোর জন্য অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি হ্যাক ও মেসেঞ্জার হ্যাক হওয়ায় তিনি ও তার পরিবার চিন্তিত হয়ে পরলে স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়ে তার ভাগ্নে সূজন
ফারুক হোসেনের পক্ষে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
সূজন হোসেন জানান আমি মামা ফারুক হোসেনের পক্ষে শনিবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করে আসছি,প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
২৪.০২.২৪ ইং।
Leave a Reply