মঞ্জুরুল আলম রাজীব
রবিবার (২৫) ফেব্রুয়ারি বিকেলে সাভার নামা বাজার পঞ্চবটী আশ্রমে ৭২ প্রহর৷ ব্যাপি ১ নাম কীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শেষে চৌদ্দ মাদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। তিনি চৌদ্দ মাদল বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন এবং পালপাড়া মন্দির গিয়ে শেষ করেন। চৌদ্দ বাদল অনুষ্ঠান উদ্বোধন কালে তিনি আগামী নির্বাচনে পূনরায় ভোট দিয়ে সকলকে নির্বাচিত করার আহবান জানান। সাভার নামা বাজার পঞ্চবটী আশ্রমের সাধারন সম্পাদক কাঞ্চন ঘোষসহ নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
।।সংবাদ সম্পাদনায় শেখ এ কে আজাদ।।
Leave a Reply