Warning: Creating default object from empty value in /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন – Satter Sangbad
সংবাদ শিরোনাম :
সাভারে গনসংযোগ করলেন জামায়াতের নেতা মো:আবুল বাশার সাভার উপজেলা নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যােগে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে রেডিওকলোনী এলাকায় গরীব-দুঃখী,সাধারন মানুষের মাঝে ঈদ সামগ্রিক বিতরন সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারসহ দেশবাসীকে শুভেচ্ছা সাভার ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের এমডির সাভার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভার পৌর মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. সাভার পৌর ১ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী চম্পক ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. সাভারে নদী পাড়ের শাখায় অবৈধ বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ট্রাকে টিসিবির পণ্য  বিক্রি কার্যক্রম শুরু হলো 
বিজ্ঞপ্তি প্রচারঃ
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাভার পৌর মেয়র প্রার্থী জনপ্রিয় সাবেক কাউন্সিল খোরশেদ আলম সাভার পৌর বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেনের পক্ষে রমজান ও ঈদের শুভেচ্ছা!!! সাভার পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা এর পক্ষে রমজান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন… সাভার পৌর সেচ্ছাসেবক দলের পক্ষে পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা .. সাভার পৌর এলাকার শীর্ষ স্থানীয় প্রেসিডেন্সি স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস,রমজান,ঈদের শুভেচ্ছা  সৈনিকদলের সভাপতি মো:আব্দুল্লাহ আল মামুন ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন… সাভার পৌর ৮ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি লি: এর পক্ষে শুভেচ্ছা সাভারসহ দেশবাসীকে শুভেচ্ছা সাভার ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের এমডির

সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৬২ বার পঠিত

সাভার পৌর রেডিওকলোনীর ভাটপাড়া-নয়াবাড়ী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন,থানায়  অভিযোগ, অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থল ও কারখানা পরিদর্শন করে পুলিশ মালামাল জব্দ করেছে।

নিজস্ব প্রতিবেদক,সাভার :
সাভারে পৌর রেডিওকলোনী নয়াবাড়ী এলাকায় বৈধ ট্রেডমার্কের ১৭ টি মোড়ক নকল করে অবৈধ কারখানা চলে আসছিল দিনের পর দিন বছরের পর বছর। স্থানীয় প্রভাবশালী নাম ভাঙ্গিয়ে এই অবৈধ কারখানা চলে আসছিল। এলাকাবাসী মাঝে মাঝে প্রতিবাদ করে আসছিল এবং গত দের দুমাস আগে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সগযোগিতা চাইলে অবৈধ কারখানা ও অবৈধ পন্য সামগ্রী বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
পরিবহনে জব্দকৃত পন্যগুলো আটক এর জন্য ৯৯৯ ফোন দিলে দ্রুত সাভার মডেল থানার এসআই রুবেল উপস্থিত হয়। পুলিশের উপস্থিতে উভয় পক্ষের হাতাহাতি হয় মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ উঠেছে। কিন্তু ঐ পন্যগুলো ঐসময় আটক করতে পারেনি পুলিশ।
নামবিহীন সেই কারখানার খাদ্য ও পন্য সামগ্রী এলাকাবাসী শনিবার সন্ধ্যায় আটক করার পর হামলা চালায় কারখানার পালিত লোকজন এতে করে গুরুতর ২ জন দাবী শামছুন্নাহারের। এসময়
আহত হয়েছেন শামচ্ছুন্নাহার ও তার বোন রোজি। তারা দুজন আহত হলে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
তারা আহত অবস্থ্যায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শাজানসহ প্রধান আসামী করে কয়েক জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে শামচ্ছুন্নাহার।

লিখিত অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থলে পরিদর্শন ও কারখানা পরিদর্শন করে পুলিশ। প্রাথমিকভাবে নকলপন্য সামগ্রীসহ অবৈধ পন্য বাজারজাত করা কয়েক প্রকার সেক্সুয়ালি জিংক সিং মিলে তাদের গোডাউনে। ট্রেডমার্ক সম্বলিত এসএমসির ওরস্যালাইন,ইন্ডিয়ান গুরুদেব এর মত আগরবাতি,বিদ্যুত নিমের কালো মাজন,হাকিমপুরী জর্দ্দা,ঈগল গোল। জব্দ করে পুলিশ।

সামচ্ছুনাহারের ছোট বোন রোজির স্বামী সুমন ওরফে শ্যামল মিয়া বেলা ১১ টার সময় সোহেল এর বাড়ির সামনে রাস্তা দিয়ে যাতাযাত করার সময় হুমকি দামকি দেয় বলে প্রতিবেদককে জানায়। সামচ্ছুনাহার জানায় জীবননাশের শঙ্কিত তার পরিবার তাই তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা চায়। তারা চায় অবৈধ ভাবে গড়ে উঠা কারখানার সকল পন্য নকল তাদের কারখানায় তৈরি করা হয়ে থাকে এ কারখানা ও অবৈধভাবে নকল পন্য বাজারজাত করার ফলে তারা এবার প্রতিকার চায়, এসব নকল পন্য শাজাহান নামে ঐ ব্যক্তি করে থাকে তিনি এখন বহুটাকার মালিক হয়েছে এমনটি অভিযোগ উঠে এসেছে তার কন্ঠে।

অপরদিকে কারখানার মালিক শাজাহান এর নিকট জানতে চাইলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, রোজির পরিবার আমার ব্যবসার সাথে জরিত ছিল। শক্রবার (৩) এপ্রিল কে বা কারা পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তাদের নিকট থেকে ৫০/৬০ হাজার টাকা নেয়।তার জন্য তার বাড়ির সামনে রোজির পরিবারের কয়েকজন লাঠিসোডা এনে তাকে মারধর করে এবং তার স্ত্রী ৫ মাসের গর্ভবতী হলেও তার উপর হামলা চালিয়ে নিচে ফেলে পেটে পিঠে লাথি মারে এখন তিনি খুবই অসুস্থবোধ করছেন এমন অত্যাচারের সম্মূখীন হয়েছে তার পরিবার। অবৈধভাবে রোজির পরিবার ডারবি সিগারেট তৈরি করে বাজার জাত করে আসছিলো এবং তার বাড়ির পাশে দোকানদান এ ডারবি সিগারেট ও নকল বিদ্যুত নিমের কালো মাজন
বিক্রি করে অতিরিক্ত লাভ করে আসছিলো। নকল পন্য ডারবি সিগারেট তৈরি করে বিভিন্ন চা স্টলে বিক্রি করে আসছিল, এসব প্রতিবাদ না করলেও শাজাহানের পন্যপরিবহন আটক করে তারা পুলিশকে বলে দিয়ে পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ৫০ হাজার টাকার জরিমানা করেছে।জরিমানার সেই টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করে শাজানানের পরিবারকে। কিছু দিন আগে এলাকার মুরুব্বিদের নিয়ে শালিসি বৈঠক করলে ৭০ হাজার টাকা চাপ প্রয়োগ করে দন্ডিত হয় বলে দাবি কারখানার মালিক শাজাহানের।

আহত সোহেল বলেন আমাকে ও আমার স্ত্রীকে আমার স্ত্রীকে বেদম মারধর করে শামছুন্নাহারের পরিবারের লোকজন।

আহত সোহেল বলেন আমাকে ও আমার স্ত্রীকে আমার স্ত্রীকে বেদম মারধর করে শামছুন্নাহারের পরিবারের লোকজন।

এবিষয়ে সোহেলের স্ত্রী প্রতিবেদককে জানায় আটককৃত পরিবহনের সামনে গিয়ে তার স্বামীকে মারধরর করছে থামাতে গেলে হান্নান,শ্যামল এর পরিবারের লোকজন পুলিশের সামনেই শুয়ে ফলে তাকেও মারধর করে পেটে লাথি মারে তিনিসহ স্বামী গুরুত্বর আহত হোন ।
এসময় শাজাহানের পরিবার ও সোহেলের পরিবারের ৪ জনকে আহত করে তারাও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কারখানার মালিক শাজাহান ও তার স্ত্রী জানায় সোহেল আমাদের ব্যবসার সাথে কোনভাবে জরিত নয়, তিনি বলেন তাদের পক্ষে কথা বলতে গিয়ে সোহেল ও তার স্ত্রীকে মারধর করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি বলেন উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন অবৈধভাবে পন্য সামগ্রিক বাজারজাত করা দন্ডনীয় অপরাধ হবে আমরা কর্তৃপক্ষদের জানিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

Developed By BanglaHost