সারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১ জানুয়ারি বুধবার সকালে সাভারেও পালিত হলো ‘পাঠ্যপুস্তুক উৎসব’-২০২০। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ‘পাঠ্যপুস্তক উৎসব’ পালনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি,সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,সাভার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গমেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,অভিভাবকবৃন্দ,গনমাধ্যম কর্মীবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’২০২০ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি।
Leave a Reply