বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করছে মালিক ও শ্রমিকগন।।
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে হাতে হাত ধরে এ মানববন্ধন এ কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করে এ প্রতিবাদ করেন।
মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন ইটভাটার মালিকরা বলেন, সরকার অযৌক্তিক ভাবে তাদের ইটভাটা ভেঙ্গে দিচ্ছে। এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হয়ে পড়েছে বলে দাবী তাদের। পরবর্তী নতুন করে ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply