Author: sattersangbad24

  • শ্রীপুরে অনুমোতি ছাড়াই সরকারী কলেজের গাছ কর্তনের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে 

    শ্রীপুরে অনুমোতি ছাড়াই সরকারী কলেজের গাছ কর্তনের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে 

    শ্রীপুরে অনুমোতি ছাড়াই সরকারী কলেজের গাছ কর্তনের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে 

    মোহাম্মদ আদনান মামুন, নিজেস্ব প্রতিবেদক, শ্রীপুর থেকে-
    কোনোরকম অনুমতি ছাড়াই গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসের মূল্যবান একটি মেহগনি ও একটি কাঁঠাল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

    সোমবার দুপুর ১টার দিকে ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন শ্রমিকদের দিয়ে গাছ দুটি কাটিয়ে নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) বিষয়টি অবগত নন।

    মেহগনি গাছটি নিজ হাতে রোপন করেছিলেন আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাংসদ সদ্য প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী। কলেজের শিক্ষকেরা জানিয়েছেন তিনি স্মৃতি হিসেবে ওই গাছটি রোপন করেছিলেন। শ্রীপুরবাসীর হৃদয় থেকে তাঁর মৃতে্যুর শোক কাটতে না কাটতেই তার রোপণ করা গাছটি কেটে ফেলার কারণে কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অধ্যাপক মো. রুহুল আমীনের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ফুঁসে উঠছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রীপুরের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ।

    কলেজের শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ করেই হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন কয়েকজন শ্রমিক নিয়ে এসে গাছ কাটতে লাগিয়ে দেন। কলেজের বেশ কয়েকজন শিক্ষক গাছ কাটার বৈধতা জানতে চাইলে তিনি কারও কথায় কর্ণপাত করেননি। শিক্ষকেরা জানান, গাছ দুটি বাজারমুল্য আনুমানিক ৫০ হাজার টাকা। ওই শিক্ষক কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এর আগেও নানা ধরনের সমালোচনামূলক কাজ করেছেন।

    কলেজের অভ্যন্তরীণ বিজয় দিবসের অনুষ্ঠানে আইয়ুব খানের মার্শাল’ ল এর প্রশংসা করে বক্তব্য দিলে সর্ব মহল তাকে ধিক্কার জানান। তিনি কলেজ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে তাকে উপজেলার সর্বোচ্চ ব্যক্তি (স্থানীয় সাংসদ) কাগজেপত্রে সমর্থন দিয়েছেন বলে দম্ভোক্তি দেখিয়ে থাকেন। এ কারণে কলেজের শিক্ষকেরাও মানসম্মানের ভয়ে মুখ খোলেন না।

    শিক্ষকেরা জানান, মেহগনি গাছটি গাজীপুর-৩ আসনের পাঁচবারের সাবেক সাংসদ ও মন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর স্মৃতি হিসেবে তার নিজ হাতে রোপন করেছিল।

    এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তাছাড়া সারাদেশে জাতীয়করণকৃত কলেজের সাথে এ কলেজটিও জাতীয়করণে অন্তর্ভুক্ত হয়। আর সে নিয়েমে কলেজের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের নামে দলিল করে দেয়া হয়েছে। জাতীয়করণের নিয়ম অনুযায়ী কলেজের কোনো সম্পত্তি পরিবর্তন স্টাফ কাউন্সিলের অনুমতি বা মন্ত্রণালয় ছাড়া সিদ্ধান্ত নেয়ার বৈধতা নেই।

    শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন বলেন, তিনিও এ বিষয়ে কিছুই জানেন না।

    অভিযুক্ত হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন গাছ কাটার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, কলেজের প্রয়োজনে গাছ কাটা হয়েছে। বিষয়টি ছড়াছড়ি না করারও অনুরোধ করেন তিনি

  • আজকে বাংলাদেশ ভারত সাম্প্রদায়িক দেশ হয়ে গেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেছেন

    আজকে বাংলাদেশ ভারত সাম্প্রদায়িক দেশ হয়ে গেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেছেন

    আজকে বাংলাদেশ ভারত সাম্প্রদায়িক দেশ হয়ে গেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেছেন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    আজকে বাংলাদেশ ভারত সাম্প্রদায়িক দেশ হয়ে গেছে। আমাদের কী দুর্ভাগ্য, সেই দেশকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ করছি। আমি নিশ্চিত, এ ঘটনা দেখে শেখ মুজিবুর রহমান কবরে বসে কাঁদবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেছেন।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা মাতৃভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে ‘হৃদয়ে বায়ান্ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    তিনি আরো বলেন, আজকে আমাদের স্বাধীনতা অর্জন হলো। কিন্তু একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি হলো না। ভাষার মাস আসলে আমরা দুই-একটা রায় বাংলায় দেখি। বাকিগুলো ইংরেজিতে করা। তাও আবার ভুল ইংরেজিতে।

    ‘এক্ষেত্রে জনগণের ভাষায় সবকিছু না হওয়ায় তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। তাই সর্বস্তরে বাংলার ব্যবহার দরকার। সঙ্গে আজকের পৃথিবী বৈশ্বিক হয়ে যাওয়ায় আরও দুই-একটা ভাষার ব্যবহার জানতে হবে। আমাদের সীমান্তে ভারতীয়রা প্রতিনিয়ত মানুষ হত্যা করছে।’

    ডা. জাফরুল্লাহ বলেন, আজকে বাংলাদেশ এক দুর্বিষহ যাতনায় আছে। আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যহত হয়েছে। শিক্ষক পড়াবেনটা কী, পড়াবেন জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা। আর ভাষাটা হলো তার মাধ্যম। ভাষাই মানুষকে অধিকার সচেতনতা করতে সহায়তা করে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। সেই ইতিহাসকে স্মরণ রাখতে হলে আমাদের নিজ ভাষায় অধ্যয়ণ করতে হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আনিসুর রহমান (আনু মুহাম্মদ), গণবিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ডা. মো. দেলোয়ার হোসেন, রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, অগ্নিসেতু উপদেষ্টা সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষক শহীদ মল্লিক প্রমুখ।

    আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।

  • টেস্ট ক্রিকেটে মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

    টেস্ট ক্রিকেটে মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

    টেস্ট ক্রিকেটে মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

    ডেক্স স্পোর্টসঃ
    টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করার মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

    ক্যারিয়ারে তৃতীয়বারের মত ডাবল-সেঞ্চুরির ইনিংস খেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান মুশফিক। ৭০ ম্যাচের ১৩০ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৪১৩ রানের মালিক মুশি।

    গড়- ৩৬ দশমিক ৭৭। অন্যদিকে, ৬০ ম্যাচের ১১৫ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে তামিমের রান ৪৪০৫।
    জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে ৫৯ ম্যাচে তামিমের রান ছিলো ৪৩৬৪।

    মুশফিকের ছিলো ৬৯ ম্যাচে ৪২১০ রান। তাই তামিমের চেয়ে ১৫৪ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। টেস্ট শুরুর পর প্রথম ইনিংসে ৪১ রান করে আউট হন তামিম। তখন তামিমের রান গিয়ে দাঁড়ায় ৪৪০৫। ফলে মুশফিকের সাথে তামিমের ব্যবধান হয় ১৯৫ রান।
    আজ সোমবার টেস্ট ক্যারিয়াারের সপ্তম সেঞ্চুরির স্বাদ নিয়ে নিজের ইনিংসটি বড় করেছেন মুশফিক। ১৯৬ রানে পৌঁছে তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। শেষ পর্যন্ত ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। এতে ৪৪১৩ রানের মালিক হন তিনি। ফলে তামিমের চেয়ে এখন ৮ রানে এগিয়ে মুশফিক। ৫৬ ম্যাচের ১০৫ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৬২ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে সাকিব আল হাসান।

  • সাংবাদিক শেখ বেলাল সাব কেমন আছেন,ভাল আছেন তো..মৃত্যুর হুমকি দিয়ে কুরিয়ারে চিরকুট

    সাংবাদিক শেখ বেলাল সাব কেমন আছেন,ভাল আছেন তো..মৃত্যুর হুমকি দিয়ে কুরিয়ারে চিরকুট

    সাংবাদিক শেখ বেলাল সাব কেমন আছেন,ভাল আছেন তো..মৃত্যুর হুমকি দিয়ে কুরিয়ারে চিরকুটে

    নিজস্ব প্রতিবেকঃ
    চিরকুটে হুমকিদাতার কিছু আংশিক লিখা তুলে ধরা হলোঃ-

    চিরকুট।

    চিরকুটে লিখা রয়েছে সাংবাদিক শেখ বেলাল সাব কেমন আছেন,ভাল আছেন তো তাই না?ভালো থাকো সবসময় টিভিতে কাজ করো,পত্রিকা চালাও গেলো কথা,অনুসন্ধানী করতে যাও কেন?অনুসন্ধানী নিউজ ভালোই শিখেছেন দেখা যায়। তোর মতো বহু সাংবাদিক অনুসন্ধানী করতে গিয়া জীবন দিতে হইছে।আমার বিরুদ্ধে লাগছত তুই। তুই জানস আমি কেতা…

    আনন্দ টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক চেকপোস্টের সম্পাদক শেখ শাহাউর রহমান বেলালকে চিরকুটের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে ২৩ ফেব্রুয়ারী বেলা ২.৩০ মিনিটে। হবিগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিস হতে তার ব্যাক্তিগত মোবাইল ফোনে কল করে জানায় তার একটি ডকুমেন্টস পার্সেল আসছে,নিয়ে যান।

    সংবাদ পেয়ে শেখ বেলাল চিঠির খামটি খুলে একটি চিরকুট দেখতে পান, তার মৃত্যুর জন্য একটি চিরকুট পাঠানো হয়েছে ওই খামের ভিতর। খামের উপর রাইছ উল্লাহ, মোবাইল নাম্বার- ০১৩০২-৯৪০৫৬৮১ দেয়া ছিল,মোবাইলে কল করে ওই নম্বরট ভুল নাম্বার দেয় যা ব্যবহৃতি নয়। চিরকুটে সাংবাদিক পেশার জন্য অজ্ঞাতনামা ব্যক্তি প্রাণ নাশের হুমকি প্রদান করায়। নিজের জীবন রক্ষার ক্ষেত্রে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নং-৯১৯/২০২০।

    উল্লেখ্য সাংবাদিক শেখ বেলাল আনন্দ টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক চেকপোস্টের সম্পাদক ও অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের সভাপতি হিসেবে কর্মরত। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংঘঠনের সাথে জড়িত রয়েছেন।

  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

    আন্তর্জাতিক ডেক্সসংবাদঃ

    আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি এমন অভিযোগের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ।

    সোমবার মাহাথির দুই লাইনের এক বিবৃতিতে বলেন, কুয়ালালামপুর সময় বেলা ১ টায় দেশটির বাদশাকে তিনি তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।

    বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

    রয়টার্স আরও জানায়, ক্ষমতাসীন সরকার জোট পাকাতান হরপানের থেকেও সরে দাঁড়িয়েছে মাহাথিরের দল প্রবিমি বের্সাতু।

    রোববার রাতে তার দল নতুন সরকার গঠন করার পরিকল্পনা করছে এবং এই দলে তার অভিষিক্ত উত্তরাধিকারী আনোয়ার ইব্রাহিমকে বাদ দেওয়া হবে- মাহাথিরের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরে মালয়েশিয়ার রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয়।

    পুরনো প্রতিদ্বন্দ্বী মাহাথির (৯৪) আর আনোয়ারের (৭২) মধ্যে এই লড়াই দেশের দুই শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা রাজনৈতিক কাহিনীর সর্বশেষতম অধ্যায়।

    ২০১৮ সালের নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হন আনোয়ার এবং মাহাথির। ছয় দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি শাসন করছিল ইউএমএনও-অধ্যুষিত বরিশান ন্যাশনাল জোট। নির্বাচনে এই জোটকে হারিয়ে দেয় আনোয়ার-মাহাথিরের জোট। জয়ের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতাচ্যুত করা হয়।

    তবে তাদের পাকাতান হরপান জোটে দুজনের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানান আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য মাহাথির একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণে প্রতিশ্রুতি রাখতে দেরি করছিলেন। প্রতিশ্রুতি দিয়েও রাখেননি এমন অভিযোগের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ।

    অতঃপর জোটের রাজনৈতিক ভাগ্য সর্বশেষ পাঁচটি উপনির্বাচনে পরাজয়ের সাথে ডুবে গেছে।

    রোববার রাতে বৈঠকে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন অর্থনীতিমন্ত্রী মোহাম্মদ আজমিন আলীর। ফলে তার সঙ্গেও আনোয়ারের বিচ্ছেদ ঘটে।

    ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন মাহাথিরের ডেপুটি ছিলেন আনোয়ার। কিন্তু ১৯৯৯ সালে তাকে অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়ার বিষয়ে দ্বিমত প্রকাশের পরে তাকে বরখাস্ত করেন মাহাথির।

    এরপরেই আনোয়ারকে তদন্তের জন্য কারাগারে বন্দিও করা হয়েছিল।

  • সাভারের ১ হিজরা খুন হিজরাসহ আটক-২

    সাভারের ১ হিজরা খুন হিজরাসহ আটক-২

    সাভারের ১ হিজরা খুন হিজরাসহ আটক-২

    সাভারে পুর্ব শত্রুতার জেরে আপন (৩০) নামের এক হিজড়া কে শ্বাসরোধ করে হত্যা ঘটনায় হিজড়াসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সাভারের রেডিও কলোনী এলাকার হাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
    পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আপন নামের হিজড়ার মরদেহ উদ্ধার করে । তার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আপন হিজড়া রাজবাড়ি জেলার পাংশা থানার নিবা এনায়েতপুর গ্রামের আব্দুল কাদের মোল্লার সন্তান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যা ঘটনায় জড়িত হিজড়া মাইশা ও মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ।

    সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন বলেন পুর্ব শত্রুতার জেরেই হত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত আপন হিজড়ার বাড়ি ফরিদপুরে তার পরিবারের লোক আসলে হত্যা মামলা দায়ের করা হবে।

  • সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন স্মৃতিসৌধের সামনে অবৈধ আঁধাপাকা স্থাপনা উচ্ছেদঃসড়ক ও জনপথ বিভাগ

    সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন স্মৃতিসৌধের সামনে অবৈধ আঁধাপাকা স্থাপনা উচ্ছেদঃসড়ক ও জনপথ বিভাগ

    সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন স্মৃতিসৌধের সামনে অবৈধ আঁধাপাকা স্থাপনা উচ্ছেদঃসড়ক ও জনপথ বিভাগ

    সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে অবৈধ ভাবে গড়ে ওঠা আঁধাপাকা প্রায় ত্রিশটি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

    সোমবার সকাল থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী।

    সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, জাতীয় স্মৃতিসৌধের মত গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ দিন ধরে বেশ কিছু অবৈধ স্থাপনা নির্মাণ করে জনগণের চলাচলের পথে বাঁধা সৃষ্টি করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে সড়ক উন্নয়নের জন্য আজ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

    সড়ক উন্নয়ন জন্য জাতীয় স্মৃতিসৌধ থেকে মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

  • সাভারে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর,নগদ টাকাসহ মালামাল লুট

    সাভারে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর,নগদ টাকাসহ মালামাল লুট

    সাভারে ইউনিয়ন আওয়ামীলীগের দুই
    গ্রুপের সংঘর্ষে ভাঙচুর,নগদ টাকাসহ মালামাল লুট

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
    এসময় উভয় পক্ষের হামলায় কমপক্ষে ৫ জন আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শনিবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের
    মোগড়াকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
    এঘটনায় উভয়পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও মারধরসহ লুটপাটের অভিযোগ তুলেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল
    পরিদর্শন করেছে। এছাড়া এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার ইউপি ওয়ার্ড সদস্য জাকির হোসেন।

    সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী
    শহিদুল্লাহ বেপারী ও যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিলো। এরই মধ্যে আব্দুল বাতেন আগামীতে সভাপতি
    প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় তাদের মধ্যকার বিরোধ আরও চাঙ্গা হয়ে এ ঘটনা ঘটে।

    একটি বিচারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীগের
    সভাপতি শহিদুল্লাহ বেপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বাতেন এর লোকজনদের সাথে সংঘর্ষ বাধে ।
    খবর পেয়ে ইউপি ৭ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন বিষয়টি জানার জন্য ইসমাইলের বাসার সামনে আসলে হামলাকারীরা তার উপরও হামলা
    চালায়। এসময় জাকির হোসেন ও শহিদুল্লাহ বেপারী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    একপর্যায়ে জাকির হোসেন গ্রুপ পিছু হটলে পরে শহিদুল্লাহ বেপারীর বড় ভাই বিল্লালের বাড়িতে গিয়ে হামলা চালায়।

    এদিকে সংঘর্ষের খবর পেয়ে ভাকুর্তা পুলিশ
    ফাঁড়ির ইনচার্য এনামুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালান। কিন্তু উভয়পক্ষ মারমুখি হওয়ায় পুলিশ তাদেরকে থামাতে ব্যার্থ হলে শহিদুল্লাহ বেপারী লোকজন জাকির মেম্বারের কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়।
    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী অভিযোগ করেন, জাকির মেম্বার, কবির, নাদির, আবু তাহেরসহ প্রায় ২০-৩০ জনের সন্ত্রাসী প্রথমে আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে তাকে মারধরের
    চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদেরকে প্রতিহত করলে সন্ত্রাসীলা তার ভাই বিল্লালের বাড়িতে গিয়ে হামলা চালায়।
    হামলায় আহত হাসনেয়ারা বেগম অভিযোগ করেন, জাকির, আবু তাহের,
    মজিবর, ইসমাইল, মালেক ও খালেকসহ ২০-৩০ জন সন্ত্রাসী রাম দা, চাপাতি ও পিস্তল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় ব্যাপক ভাংচুর
    করে। এসময় তারা বাড়ির প্রতিটি কক্ষের দরজা-জানালা, বিদ্যুৎ এর মিটার, আসবাবপত্র ভাংচুর করে এবং লকার ভেঙ্গে দশ ভরি স্বর্ন এবং নগদ
    দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
    এ হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও
    তারা নিরব ভূমিকা পালন করেছে।

    হামলার বিষয়ে জাকির মেম্বার বলেন, শহিদুল্লাহ বেপারী ও তার ছেলে রহমত
    আলী সন্ত্রাসী নিয়ে আমার ভাতিজি জামাই ইসমাইলের তিন তলা বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা পুর্ব প্রস্তুতি অনুযায়ী আমাদের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমার
    কার্যালয় ভাংচুর করে এবং সাথে থাকা নগদ ৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

    হামলায় আমার তার আব্দুর রশিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া তার ভাতিজি ও জামাইকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে।

    সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ভাকুর্তায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    এঘটনায় ইউপি সদস্য জাকির হোসেন একটি মামলা দায়ের করেছেন।

  • জনপ্রিয় আজহারীর মাহফিল হতে যাচ্ছে মালয়েশিয়ায়

    জনপ্রিয় আজহারীর মাহফিল হতে যাচ্ছে মালয়েশিয়ায়

    জনপ্রিয় আজহারীর মাহফিল হতে যাচ্ছে মালয়েশিয়ায়

    ডেক্স সংবাদঃ

    বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর চলতি বছর মার্চ পর্যন্ত সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত করা হয়েছে। এই সময়টাতে তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন এবং সেখানে গবেষণা কাজে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন তিনি।সেখানে মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন।

    আজহারীর মাহফিল

    ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন- ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, এম জে আলম, জুবায়ের আহমেদ জসীম, মোহাম্মদ রবিউল ফারাজী।গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন। খুব অল্প সময়ে বাংলাদেশে ইসলামী জালসা করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তার আলোচনায় লাখ লাখ মুসল্লির সমাগম হতে থাকে। তবে, তাকে নিয়ে একটি মহল সমালোচনাও করতে থাকেন। তার মাহফিলে বাধা আসতে থাকে বিভিন্ন মহল থেকে। তিনি ঠিক কি কারণে দেশ ছেড়ে যাচ্ছেন তা স্পষ্ট করে না বললেও তার দেয়া ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ের চিত্রগুলোই উঠে এসেছে।

    মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘…পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে, আবারো দেখা হবে ও কথা হবে কুরআনের মাহফিলে ইনশাআল্লাহ।’

  • শ্রীপুর উপজেলার সমাজসেবা অফিসের গাফিলতিতে ব্যাংক থেকে আড়াই বছরেও চেক ভাঙাতে পারেননি সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ

    শ্রীপুর উপজেলার সমাজসেবা অফিসের গাফিলতিতে ব্যাংক থেকে আড়াই বছরেও চেক ভাঙাতে পারেননি সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ

    শ্রীপুর উপজেলার সমাজসেবা অফিসের গাফিলতিতে ব্যাংক থেকে আড়াই বছরেও চেক ভাঙাতে পারেননি সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ

    মোহাম্মদ আদনান মামুন, নিজেস্ব প্রতিবেদক, শ্রীপুর থেকে-
    গাজীপুরের শ্রীপুর উপজেলার সত্তরোর্ধ্ব বৃদ্ধ নুরুল ইসলাম স্থানীয় সমাজসেবা অফিস ও ব্যাংকে আড়াই বছর ঘুরেও তার চেক ভাঙাতে পারেননি। এর কারণ জানতে চাইলে তার সঙ্গে সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন।

    ১১০৭৫ হিসাব নম্বরধারী নুরুল ইসলাম জানান, তিনি ২০১৮ সালের ৯ আগস্ট এবং ২০১৯ সালের ১০ এপ্রিল ইস্যুকৃত শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে বয়স্কভাতার দুটি চেক পান। এ সময় তার ওই চেকের টাকা তুলতে সাতবার সমাজসেবা অফিস আর স্থানীয় সোনালী ব্যাংকে যোগাযোগ করেও টাকা তুলতে পারেননি। ব্যাংকে গেলে কর্মকর্তারা বলেন, সমাজসেবা অফিসের তালিকায় তার পাস বইয়ের তথ্যের গরমিল থাকায় তাকে টাকা দেয়া সম্ভব হচ্ছে না। সমাজসেবা অফিসে ওই তথ্য ঠিক করে দিতে বললে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

    অপর সরকারি সুবিধাভোগী স্থানীয় আমেনা বেগম বলেন, ‘আমি নিয়মিত ভাতার টাকা পেতাম। কিন্তু গত বছর থেকে সমাজসেবা অফিসের দেয়া পাস বইয়ের সঙ্গে ব্যাংকে পাঠানো তালিকায় লেখা তার স্বামী আর পিতার নামের তথ্যে গরমিল রয়েছে। ফলে ব্যাংকে গেলেও টাকা তুলতে পারছি না।

    এ রকম নানা সমস্যা নিয়ে অভিযোগ করেন স্থানীয় দক্ষিণ ভাংনাহাটি এলাকার মোন্তাজ উদ্দিন। তিনি বলেন, ওই অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে প্রচণ্ড গাফিলতি রয়েছে। তারা ঠিকমতো অফিস করেন না। প্রতিনিয়তই নানা রকমের ভুল হচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে আমাদের।

    রোববার দুপুরে শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিসে সরেজমিনে দেখা গেছে, নানা সমস্যার কারণে অর্ধশত বৃদ্ধ-বৃদ্ধা হইচই করছেন, ভিড় করছেন। স্থানীয় কেওয়া (পূর্ব) এলাকার রমিজাসহ দূর-দূরান্ত থেকে বয়স্ক ব্যক্তিরা সকালে গিয়ে তাদের সমস্যা সমাধানের কথা বললে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। কাউকে কাউকে জোর করে অফিস থেকে বের করে দিচ্ছে ওই অফিসে কর্মরত সমাজকর্মী আমিনুল ইসলাম ও নাসির উদ্দিন। এ সময় শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তাও অফিসে ছিলেন না।

    বয়স্ক লোকদের সঙ্গে দুর্ব্যবহার করার বিষয়টি অস্বীকার করে সমাজকর্মী নাসির উদ্দিন বলেন, অফিসের কাগজপত্রে (তালিকার) বয়স্কদের তথ্য চিহ্নিত করা হচ্ছে। ওইসব সমস্যা দ্রুত সমাধান করা হবে।

    কিন্তু দু-তিন বছর আগের ত্রুটিও ঠিক না হওয়ার বিষয় জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

    এ বিষয়ে জেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আনোয়ারুল করিম বলেন, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সোমবার আমি নিজে গিয়ে বিষয়টি তদন্ত করব এবং কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।