Author: sattersangbad24

  • মন্ত্রানালয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না জাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধনেঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

    মন্ত্রানালয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না জাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধনেঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    খাদ্য মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত হয়েছে এবং এ মন্ত্রণালয়ে বিগত এক বছরে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করতে পারেনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

    শনিবার ১৮ জানুয়ারি দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তে উদ্ভিদ
    বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, খাদ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার সেমিনার করা হয়েছে তারা যেন দুর্নীতির উর্দ্ধে থেকে সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলেন। আমি মন্ত্রী হিসেবে আশা করি কর্মকর্তা-কর্মচারীরা আগের থেকে অনেক ভালো আছেন, ‘কেউ দুর্নীতি করলে ছাড় পাবেনা উল্লেখ করে তিনি আরও বলেন সরকার অ্যাপ এর মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের কাজ থেকে ধান সংগ্রহ শুরু করেছে। পুলিশ,সেনাবাহিনী বিজিবির জন্য খাদ্য মন্ত্রণালয়ে সাত থেকে আট লাখ টন রিজার্ভ রাখতে হয় চাউল। তাই এবার বেশী করে ধান কেনা হচ্ছে বলেও জানান তিনি।

    অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো উদ্বিদ বিজ্ঞানে অভিনব উদ্ভাবন এবং সাম্প্রতিক উন্নয়ন। এছাড়া অনুষ্ঠানে প্রায় ১০০ জন উদ্বিদ বিজ্ঞানী অংশ গ্রহন করে ছিলেন।

  • সাভার পৌর  যুবলীগের নেতা রিয়াজের অল্প কিছু দিন পর “যুবলীগের অফিস উদ্বোধন” ব্যাংক কলোনিতে

    সাভার পৌর যুবলীগের নেতা রিয়াজের অল্প কিছু দিন পর “যুবলীগের অফিস উদ্বোধন” ব্যাংক কলোনিতে

    সাভার পৌর যুবলীগের নেতা মোঃ রিয়াজ।-ছবি 

    সাভার পৌর যুবলীগের নেতা মোঃ রিয়াজ অল্প কিছুদিনের মধ্যে যুবলীগের একটি অফিস উদ্বোধন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

    তিনি দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের সংগঠন যুবলীগের সাথে জরিত থেকে রাজনীতি করে চলছেন।

    তাই আগামীদিনে যুবলীগকে আরো শক্তিশালী বেগবান করতে সাভার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের অভিজাত এলাকার ব্যাংকলোনির অফিস থেকে দলকে নেতৃত্ব দিবেন তিনি। এসময় স্থানীয় ও উর্দ্বত্বন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সাভার পৌর যুবলীগের এই নেতা। বিজ্ঞপ্তি।

    সম্পাদনায়ঃ শেখ আবুল কালাম আজাদ।

  • সাভারের আমিন বাজার এলাকায় ১৫ শতাধিক ফেন্সিডিল,দেশী-বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

    সাভারের আমিন বাজার এলাকায় ১৫ শতাধিক ফেন্সিডিল,দেশী-বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

    • বিস্তারিত তথ্যঃ-

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ শনিবার ১৮ জানুয়ারি সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে সাভার উপজেলার আমিন বাজার এলাকায় মমতাজ ফিলিং স্টেশন এর সামনে থেকে দেশী-বিদেশী অস্ত্রসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    এসময় তাদের সাথে থাকা ১,৫৬২ বোতল ফেন্সিডিল, ০১টি বিদেশী পিস্তল, ০১টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন, ফেন্ডিডিল বহনের কাজে ব্যবহৃত ০১ ট্রাক, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল এবং নগদ ৮,৭০০/- টাকা উদ্ধার। র‍্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলদ্বয়ের নেতৃত্বে
    এ অভিযান করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন,১। মোঃ নাসিরুল ইসলাম (৩৬), ২। মোঃ শরীফুল ইসলাম (৩৭), ৩। আব্দুল কাইয়ুম (৩৩), ৪। মোঃ সাইরন আলী (৩৮), ৫। মোঃ সাহাবুর ইসলাম (২২), ৬। মোঃ আবু সায়েম (৩২), ৭। মোঃ শামীম রেজা (২২)- তাদের সকলের বাড়ী চাঁপাইনবাবগঞ্জ’ জেলায়।

    র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। আসামীরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত। আরো জানা যায় যে, আসামীরা পরষ্পর যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসাদের নিকট বিক্রয় করতো।

    তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

    দৈনিক আজকের সত্যের আলো পত্রিকায় প্রকাশিত ৭ম পাতায় সংবাদ প্রকাশ-১৯ জানুয়ারি-২০২০ ইং।
  • কুমিল্লায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

    কুমিল্লায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

    • সাম্প্রতিকসংবাদডেক্সঃ

    কুমিল্লায় শরীফ উদ্দিন খান নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    গত ১৫ জানুয়ারি বুধবার গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় শরীফ উদ্দিন খান প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সাথে বুধবার রাতে ঘুমিয়ে ছিলেন।

    রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালার রড ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এসময় পরিবারের সদস্যরা শোর চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, কি কারণে এ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি।

  • ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় বাসচাপায় এক কিশোরের মৃত্যু

    ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় বাসচাপায় এক কিশোরের মৃত্যু

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    ধামরাইয়ে বাসচাপায় এক কিশোরের মৃত্যু। নিহত ইমরান (১২)রাস্তা পার হতে শনিবার ১৮ জানুয়ারি সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
    নিহত ইমরান ধামরাইয়ের সূতিপাড়া ইউপির শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ধামরাই থানার পরিদর্শক শেখ কামরুল ইসলাম জানান, সকালে আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার ব্রিজ পারাপারের সময় ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস ইমরানকে চাপা দেয়। বাস ও ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।

    তিনি আরো জানান,পরিবারের অভিযোগ না থাকায়
    মৃত্যুদেহ উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।ইমরান হোসেন ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো ।

  • সাভার পৌর ছায়াবিথী- বাড্ডা এলাকায় ঐতিহ্যবাহী শহীদ মজনু একাডেমীতে আগামী সোমবার ২০ জানুয়ারি ২০২০ খ্রিঃ ২০ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে-কর্তৃপক্ষ

    সাভার পৌর ছায়াবিথী- বাড্ডা এলাকায় ঐতিহ্যবাহী শহীদ মজনু একাডেমীতে আগামী সোমবার ২০ জানুয়ারি ২০২০ খ্রিঃ ২০ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে-কর্তৃপক্ষ

    আগামী ২০ জানুয়ারি সোমবার বিকেল ৩ টার সময় সাভার পৌর ছায়াবিথী- বাড্ডা এলাকায় শহীদ মজনু একাডেমীর মাঠে ২০ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

    উক্ত অনুষ্ঠানে সাবেক কমিশনার হাজী সামসুল হক মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা।

    সকল আমন্ত্রিত অতিথি যথাসময়ে উপস্থিত থাকবে বলে আশা করছি এবং উক্ত অনুষ্ঠানে শিক্ষক-
    শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শহীদ মজনু একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন। বিজ্ঞপ্তি।

  • মামলা তুলে না নেওয়ায় ভারতের কানপুরে পিটিয়ে মারলো যৌন নির্যাতনকারী কিশোরীর মাকে,অভিযুক্ত আটক-৪

    মামলা তুলে না নেওয়ায় ভারতের কানপুরে পিটিয়ে মারলো যৌন নির্যাতনকারী কিশোরীর মাকে,অভিযুক্ত আটক-৪

    • আন্তর্জাতিক সংবাদডেক্সঃ

    ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এক কিশোরীকে (১৩) যৌন নির্যাতনের অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করে থানায় মামলা করে ওই কিশোরীর পরিবার। সেই মামলায় সপ্তাহখানেক আগে জামিনে ছাড়া পেয়েছে অভিযুক্তরা। তবে অভিযোগ উঠেছে, ছাড়া পেয়েই নির্যাতনের শিকার ওই কিশোরীর পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা। কিন্তু মামলা তুলে না নেয়ায় গত ৯ জানুয়ারি ওই কিশোরীর মাকে পিটিয়ে হত্যা করে তারা।
    ৯ জানুয়ারি অভিযুক্তরা নির্যাতিতার মাকে নির্মমভাবে পেটায়। এতে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শুক্রবার ১৮ জানুয়ারি সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপার শুরু হয়।
    এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। দু’জন পলাতক রয়েছেন।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম- আবিদ, মিন্টু, মাহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ। ২০১৮-তে ওই নারীর ১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে এই ছয়জনের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ।

    গত ৯ জানুয়ারি স্থানীয় আদালত থেকে জামিনে ছাড়া পায় অভিযুক্তরা। তারপর চড়াও হয় নির্যাতিতার পরিবারের ওপর। নির্যাতিতার মাকে লাঠি, ইট দিয়ে মারা হয়। ভিডিওতে দেখা যায়, ৪০ বছরের ওই নারী রাস্তায় পড়ে রয়েছেন। তার মুখে লাথি মারছে এক অভিযুক্ত। বাকিরাও দাঁড়িয়ে আছে পাশে। নির্যাতিতার বোনকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ

  • বিপিএলে রেকর্ড গড়লেন কাটার মাস্টার মোস্তাফিজসহ ৫ বোলার,ফাইনালে শিরোপা জয় খুলনা টাইগার্সের

    বিপিএলে রেকর্ড গড়লেন কাটার মাস্টার মোস্তাফিজসহ ৫ বোলার,ফাইনালে শিরোপা জয় খুলনা টাইগার্সের

    বিপিএলে রেকর্ড গড়লেন কাটার মাস্টার মোস্তাফিজসহ ৫ বলার,ফাইনালে শিরোপা জয় খুলনা টাইগার্সের আর রানার্স আপ হয়েছে মুশফিকের খুলনা টাইগার্স।

    স্পোর্টসডেক্সঃ
    প্রথম বিদেশী অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ে রাজশাহীকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। আর রানার্স আপ হয়েছে মুশফিকের খুলনা টাইগার্স। শুক্রবার বিপিএলের ফানাল খেলা হয়েছে।

    দুদলেরই সফলতার পেছনে দারুণ ভূমিকা রেখেছেন বোলাররা।

    একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে সেরা পাঁচ বোলারের তালিকাঃ

    বিপিএলে কম ম্যাচ খেলেও বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ১২ ম্যাচে এই বাঁহাতির সংগ্রহ ২০ উইকেট। গড় ১৫.৬০। ওভারপ্রতি দিয়েছেন ৭.০১ রান।

    দুই নম্বরে আছেন বিপিএলের ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়া পাকিস্তানের বাঁহাতি পেসার আমির। তার গড় ১৭.৭৫। ওভারপ্রতি দিয়েছেন ৭.০৫ রান। উইকেট সংখ্যা ২০।

    তিনে থাকা রুবেলের ১৩ ম্যাচে উইকেট সংখ্যাও ২০টি। বিপিএলে নিয়মিত ভালো করা এই পেসার উইকেট শিকার করেছেন ১৭.৮৫ গড়ে। ইকোনমি ১৭.৮৫।

    ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন পেস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক। তার গড় ১৯.৬০। ইকোনমি ৭.৩৯।

    পাঁচে আছেন আরেক খুলনার পেসার শহীদুল ইসলাম। ১৩ ম্যাচে ঝুলিতে ভরেছেন ১৯ উইকেট। গড় ২০.৮০ আর ওভার প্রতি রান দিয়েছেন ৮.০৮।

    ১৮ উইকেট নিয়ে ষষ্ঠতে আছেন চট্টগ্রামের তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। ১০ ম্যাচে ১৫.৮৩ গড় ও ৭.৫০ ইকোনমি তার।

  • বিঃদ্রঃ www.satterangbad.com এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রচার হবে-কর্তৃপক্ষ # গুরুত্বপূর্ণ সংবাদ,বিজ্ঞপ্তি প্রচারের জন্য ই-মেইল করুনঃ satterangbad.bd@gmail.com

    বিঃদ্রঃ www.satterangbad.com এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রচার হবে-কর্তৃপক্ষ # গুরুত্বপূর্ণ সংবাদ,বিজ্ঞপ্তি প্রচারের জন্য ই-মেইল করুনঃ satterangbad.bd@gmail.com

     

    www.satterangbad.com এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রচার হবে-কর্তৃপক্ষ।

    #গুরুত্বপূর্ণ সংবাদ,বিজ্ঞপ্তি প্রচারের জন্য ই-মেইল করুনঃ satterangbad.bd@gmail.com

  • সাভারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’র কাউন্সিলে সাভার থানা কমিটি গঠনে সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক রেদোয়ান নির্বাচিত

    সাভারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’র কাউন্সিলে সাভার থানা কমিটি গঠনে সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক রেদোয়ান নির্বাচিত

    • সত্যেরসংবাদঃ

    বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’র বাপপন্থী রাজনৈতিক দলের সাভার থানা সংসদের ১১তম কাউন্সিল অনুষ্ঠিানে কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার সাভারের কলমায় জিটিএফসি স্কুলে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ:সভাপতি দীপক শীল।

    সাভার থানা কমিটির সভাপতি হয়েছেন ইসহাক হোসেন সাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ রাব্বি রেদোয়ানসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- সহ:সভাপতি সুমন আহমেদ রিয়ান, সহ: সাধারণ সম্পাদক আকাশ রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আরমান মেহেদী, দপ্তর সম্পাদক লিমন, শিক্ষা গবেষণা ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল বাকী, স্কুল ছাত্র ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মাঈশা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জিহাদ গাজী।

    এসময় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলার সভাপতি আরিফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক ফাহিম পবন প্রমুখ উপস্থিত ছিলেন।

    এছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম শাওন, বাবলু ইসলাম অর্ণব, মমিন।
    আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে নবনির্বাচিত এই কমিটি।
    উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক সংগঠন। এটি বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন। সংগঠনটি ১৯৫২ সালের ২৬শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটি বিভিন্ন সময় বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ধারার শিক্ষানীতির জন্য আন্দোলন করে থাকে। বাংলাদেশের ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠনটির নিজস্ব গেরিলা বাহিনী ছিলো বলে জানা যায়। –বিজ্ঞপ্তি