Author: sattersangbad24

  • গাজীপুরে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

    গাজীপুরে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

    গাজীপুরে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর, গাজীপুর:
    গাজীপুর মহানগরীর সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় র‍্যাবের সাথে কথিত বন্ধুক যুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী ডাকাত দলের সদস্য ছিলেন।

    রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। । এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

    নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।তাদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর ।

    র‍্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল জানতে পারে যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।পরে র‌্যাবের টহল দল উক্ত স্থানে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাত দলের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে ।পরে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান।পরে গুরুতর আহত দজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা গুলিবিদ্ধ দু’জনকে মৃত ঘোষণা করেন। গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের ওয়াসিম নামের এক সৈনিক আহত হয়েছেন।
    এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

  • সাভারের আশুলিয়ায় চাঁদাবাজিকালে পুলিশসহ ৪জনকে আটক করেছে র‍্যাব-৪

    সাভারের আশুলিয়ায় চাঁদাবাজিকালে পুলিশসহ ৪জনকে আটক করেছে র‍্যাব-৪

    সাভারের আশুলিয়ায় চাঁদাবাজিকালে পুলিশসহ ৪জনকে আটক করেছে র‍্যাব-৪

    শেখ এ কে আজাদ,সাভার থেকে : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজীর অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৪, সিপিসি-২।

    সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ। এর আগে দরোববার আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- আশুলিয়া থানার কনস্টেবল (১২৭৩) মো: মমিনুল ইসলাম (৩৫), তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে, নীলফামারীর ডিমলা বন্দর খড়িবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদ (৩২), গাইবান্ধা জেলা সদরের চৌদ্দগ্রামের মৃত তোফাজ্জলের ছেলে ওয়াহেদ (৪০) ও জামালপুর জেলার মেলান্দহ থানার চরগুহিন্দি গ্রামের সুরুজ শেখের ছেলে ওয়াজেদ শেখ (২৩)। তারা সবাই আশুলিয়ার বাইপাইলের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন।

    র‌্যাব জানায়, ভুক্তভোগী নুর আলমের মৌখিক অভিযোগের ভিত্তিতে জামগড়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয় দানকারী ও দেশীয় অস্ত্রধারী ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সাদা রংয়ের নোয়া মাইক্রো, ২ টি বড় ছোরা, ১ টি বড় হাসুয়া, ১ টি বড় ড্যাগার, ১ টি লোহা কাটার, ১টি মটোরোলা ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১ টি পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার ১ টি, ১ টি সিগন্যাল লাইট, ৪৮০ গ্রাম গাঁজা, ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬ টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৩৭ হাজার জাল টাকা, মাদক বিক্রিত নগদ ২৮ হাজার ৮১৫ টাকা, বিভিন্ন রংয়ের মানিব্যাগ ৭ টি ও ১২ টি মোবাইল সেট জব্দ করা হয়।

    র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রয় ও জাল নোট রাখার অপরাধে আশুলিয়া থানায় ৪ টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪, সিপিসি-২ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • করোনায় বিশেষ সেক্সটয়‘খেলনা পুতুল’ বিক্রি বেড়ে গেছে

    করোনায় বিশেষ সেক্সটয়‘খেলনা পুতুল’ বিক্রি বেড়ে গেছে

    করোনায় বিশেষ সেক্সটয়‘খেলনা পুতুল’ বিক্রি বেড়ে গেছে

    চীনের ‘সেক্স টয়’ নির্মাতারা বলছেন, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে তাদের কাছে বেশি পরিমাণে চাহিদা দেওয়া হচ্ছে। মহামারিতে অন্য খাতগুলোতে ধস নামলেও বিশেষ খেলনা পুতুলগুলোর প্রস্তুতকারকদের ব্যবসা বেড়েই চলেছে।

    গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে চীনের রপ্তানিতে ধস নামতে শুরু করে। পরবর্তী সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা সামগ্রীর চাহিদা বাড়লেও অর্থনীতির অবস্থা ভঙ্গুর হয়ে পড়তে থাকে চীনে।

    গত বছরের ডিসেম্বরের তুলনায় এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের রপ্তানি পণ্যের বাজার অন্তত ১৭ দশমিক দুই শতাংশ কমে যায়। কিন্তু সেই সঙ্কট কাটিয়ে অর্থনীতি চাঙা করার চেষ্টা করছে চীন।

    অন্য বছরের তুলনায় গত দুই মাসেই সেক্স টয় রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ। সানডংভিত্তিক সেক্স টয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবো টেকনোলজির সেলস ম্যানেজার ভায়োলেট ডু বলেছেন, চাহিদার কারণে এরই মধ্যে উৎপাদন বাড়ানো হয়েছে ২৫ শতাংশ।

    তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে, ফ্রান্স ও ইতালি সবচেয়ে বেশি পরিমাণে কিনছে। গত চার মাসে দেশগুলোতে চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদা পূরণে কর্মীদের দুই শিফটে ভাগ করে কাজ করানো হচ্ছে।

    তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে মানুষজন বাইরে বের হতে পারছে না। সে কারণে সেক্স টয়-এর চাহিদা বাড়ছে।

    আরেক প্রতিষ্ঠান আইবেই মাসে অন্তত দেড় হাজার সেক্স টয় তৈরি করে। দুই হাজার দু’শ ইয়ান থেকে তিন হাজার ছয়শ পর্যন্ত সেগুলোর দাম। প্রতিষ্ঠানটির প্রধান জানান, আমাদের দেশের মানুষরা কিছুটা রক্ষণশীল। সে কারণে রপ্তানির টার্গেটে এসব সেক্স টয় তৈরি করা হয়।

    সূত্র : এশিয়া ওয়ান

  • সাভারে ১৩৬ তম দিন পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ ৪৬৪০টি ,মৃত্যু ২৯ জন,স্বাস্থ্য বিধি মনে চলার আহবান..ডাঃ সায়েমুল হুদা

    সাভারে ১৩৬ তম দিন পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ ৪৬৪০টি ,মৃত্যু ২৯ জন,স্বাস্থ্য বিধি মনে চলার আহবান..ডাঃ সায়েমুল হুদা

    সাভারে ১৩৬ তম দিন পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ ৪৬৪০টি ,মৃত্যু ২৯ জন,স্বাস্থ্য বিধি মনে চলার আহবান..ডাঃ সায়েমুল হুদা

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ সাভারে শিল্প প্রতিষ্ঠানসহ সকল শপিং মার্কেট খুলা রাখায় করোনা প্রাদুর্ভাব বিস্তার লাভ করে। এ পর্যন্ত সাভারে গত ৩ মাস ১৬ দিনে ৪৬৪০ জন করোনা ভাইরাসে নমুনা সংগ্রহ করা হয়েছে।

    ২৫ জুলাই শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি জানান, সাভারে ইতিমধ্যে ৪৬৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯২৩ জনের দেহে করোনায় পজিটিভ আসে। এর মধ্য ৮৬৯ জন সুস্থ্য হয়েছেন আর মৃত্যু হয়েছে ২৯ জন ।

    তিনি জানান, সাভারে সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষে ও করোনাভাইরাসের ক্রান্তি লগ্নে সরকারের প্রশাসন,সাংবাদিক,রাজনৈতিক,ব্যবসায়ীরা কাজ করার কারনে এ মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কম হয়েছে বলে মন্তব্য করেন।
    ডাক্তার সায়েমুল হুদা তিনি বলেছেন সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে কাজ করেন এবং একে অপরের সাথে কথা বললে মুখের লালা যাতে অন্যের শরীরে না যায় সে দিকে লক্ষ রাখতে হবে,দূরত্ব বজায় রাখতে হবে।বাংলাদেশে করোনাভাইরাস প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

    ২৫ জুলাই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৫২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
    এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৮৭৪ জনের মৃত্যু হল।আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,২১,১৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৪৪৬টি।
    দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১,০১,৪৮০টি।

  • সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

    সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

    সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

    মোঃ রফিকুল ইসলাম জিলু
    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক এন,আর,কে নামে একটি অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


    গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোছাঃ মমতাজ বেগম অটো রাইস মিলটি উদ্বোধন করেন। এবং কারখানাটি ঘুুুরে দেখেন।
    উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক হাজী মোঃ কায়সার হামিদ।
    এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ এমপি বলেন, নতুন চালু হওয়া রাইস মিলটি ক্ষুদ্র পরিসরে হলেও দেশের শিল্প উন্নয়নের অংশীদার এবং এ মিলে উৎপাদিত উন্নতমানের চাল ভোক্তার উৎকৃষ্ট চাহিদা পূরণ করবে।
    এসময় এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মিলের উৎপাদিত চাল স্বপ্ল মুল্যে এলাকার চাহিদা পুরন করে দেশের বাজারে যেমন গুণগত মানসম্পন্ন হবে তেমনি রফতানি পণ্য হিসেবে বহির্বিশ্বে অবস্থান সৃষ্টি করবে।

    উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ শহিদুর রহমান( ভিপি শহিদ )সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাইর থানা আওয়ামী লীগ,আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস ,সিংগাইর থানার জামিত্তা ইউনিয়নের চেয়ারম্যান জানাব আব্দুল হালীম রাজু , জয়মন্টপ ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহাদাৎ হোসেন , সহস্থানীয় সকল গন্য মান্য ব্যক্তি বর্গ ।
    সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,মোঃ রিয়াদ হোসেন প্রকল্প পরিচালক , এন,আর,কে অটো রাইস মিল লিঃ ,ইউপি সদেস্য জামিত্তা ইউনিয়ন পরিষদ ।

  • আশুলিয়া স্কুল মাঠে কাঁচা বাজার বন্ধের নির্দেশ, ছাত্রলীগ নেতা সম্রাটের শাস্তি দাবি

    আশুলিয়া স্কুল মাঠে কাঁচা বাজার বন্ধের নির্দেশ, ছাত্রলীগ নেতা সম্রাটের শাস্তি দাবি

    আশুলিয়া স্কুল মাঠে কাঁচা বাজার বন্ধের নির্দেশ, ছাত্রলীগ নেতা সম্রাটের শাস্তি দাবি

    সাভারের আশুলিয়া স্কুল মাঠে অবৈধভাবে বসানো কাঁচা বাজার বন্ধের নির্দেশ দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার বিকেলে সরেজমিনে স্কুল মাঠ পরিদর্শন করে এ নির্দেশ প্রদান করেন তিনি।

    জানা যায়, আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জোর পূর্বক আশুলিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বসাতে বাধ্য করায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম রাজিব শুক্রবার বিকেলে সরেজমিনে স্কুল এবং মাঠ পরিদর্শনে যান। এসময় বাজার হওয়ার কারণে মাছ মাংস এবং কাঁচা বাজারের বর্জ্যের কারণে মাঠের ব্যাপক ক্ষতি হওয়ায় বিস্ময় প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া অতি দ্রুত স্কুল ভবনের বারান্দায় বসানো দোকানপাট ও মাঠ থেকে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের ব্যবস্থা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন এবং তাৎক্ষনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে বাস্তব চিত্র তুলে ধরেন।

    এঘটনায় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্কুল ভবন ও মাঠ থেকে অবৈধ কাঁচা বাজার উচ্চেদ করাসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া সহকারী কমিশনার (ভূমিকে) নির্দেশ প্রদান করেন।

    ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার বাসিন্দা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট জোর পূর্বক আশুলিয়া বাজারের ব্যবসায়ীদেরেক স্কুল মাঠে আসতে বাধ্য করেন। এখানে দোকান বসানোর পর থেকে বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা নেয়াসহ প্রতিদিন অবৈধ ও অন্যায় ভাবে দোকান প্রতি চাঁদা আদায় করেছন। এঘটনায় তারা সাইদুর রহমান সম্রাটের কঠোর শাস্তি দাবি করেন।

    স্কুল মাঠ পরিদর্শনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,সাভার উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার প্রমুখ।

  • ল্যাবএইড হাসপাতালে করোনার নমুনা সংগ্রহে অনিয়ম

    ল্যাবএইড হাসপাতালে করোনার নমুনা সংগ্রহে অনিয়ম

    ল্যাবএইড হাসপাতালে করোনার নমুনা সংগ্রহে অনিয়ম

    সত্যেরসংবাদডেক্সঃ
    এবার দেশের আরেক বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে করোনার নমুনা সংগ্রহের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। এর পর হাসপাতালটির নারায়ণগঞ্জ শাখায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। অনিয়ম করে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নেওয়ার অভিযোগের সত্যতা মেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ মঙ্গলবার অভিযোগ প্রমাণ হওয়ায় নারায়ণগঞ্জ শাখার ল্যাবএইডে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন।

    জানা যায়, জেলা স্বাস্থ্য বিভাগকে না জানিয়েই ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখা গত ১ জুলাই থেকে করোনার নমুনা সংগ্রহ করে আসছিল। হাসপাতালটির ঢাকার ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদনের কাগজ দেখিয়ে ওই শাখার লোকজন বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতো। পরে সেই নমুনা পরীক্ষার ঢাকায় পাঠাতো। এক্ষেত্রে পরীক্ষার ফি ও চার্জ বাবদ মোট সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হয়।

    বিষয়টি জানতে পেরে জেলা স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়। পরে গত ১৪ জুলাই ঢাকার বাইরে নমুনা সংগ্রহ করার অনুমতি পায় ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

    তবে সম্প্রতি ল্যাবএইড কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার এক রোগীকে শহরের পুরাতন কোর্ট ভব‌নের নিচ তলায় স্থা‌পিত সরকা‌রি নমুনা সংগ্রহ কে‌ন্দ্রে গিয়ে নমুনা দিতে বলে। কিন্তু সরকারি নমুনা সংগ্রহ কেন্দ্রে ২০০ টাকা ফি নির্ধারিত থাকলেও ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা আদায় করা হয়। যদিও বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হলে সাড়ে ৪ হাজার টাকা ফি ধরার কথা।

    বিষয়টি নিয়ে ওই ব্যক্তি জেলা স্বাস্থ্য বিভাগে অভিযোগ দেন। পরে মঙ্গলবার নগরীর চাষাঢ়ায় অবস্থিত ল্যাবএইড শাখায় অভিযানে যান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এবং করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম। অভিযানে উল্লিখিত অভিযোগ প্রমাণ হওয়ায় ল্যাবএইডকে নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন জেলা সিভিল সার্জন।

    জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ ব্যাপারে বলেন, ল্যাবএইডের নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, তার প্রমাণ পাওয়া গেছে। এর পর নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। সেইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে এ বিষয়ে তদন্ত রিপোর্ট পাঠানো হবে বলেও জানান তিনি।

  • সাইক্লোন শেল্টার নদীগর্ভে বিলীন

    সাইক্লোন শেল্টার নদীগর্ভে বিলীন

    সাইক্লোন শেল্টার নদীগর্ভে বিলীন

    সত্যের সংবাদডেক্সঃ
    মাত্র ২ মাস আগে নির্মাণ কাজ শেষে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় নব-নির্মিত দৃষ্টিনন্দন রাজরাজেশ্বর ওমর আলী স্কুল কাম সাইক্লোন শেল্টার । ৩ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণে সরকারের ব্যায় হয় ২ কোটি ২৯ লাখ টাকা।গত প্রায় ১ মাস ধরে উজান থেকে নেমে আসা পদ্ম-মেঘনার প্রবল স্রোতে চারপাশের মাটি সরে গিয়ে স্থাপনাটি নদী বেষ্টিত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। ১ সপ্তাহ ধরে প্রবল স্রোতের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে আজ ২৩ জুলাই বৃহস্পতিবার ভোরে ওই স্থানে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় তলদেশে মাটি সরে গিয়ে ভবনটি দেবে গিয়ে হেলে পড়ে।এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারের কাজের মান ঠিক থাকলেও এলাকা নির্ধারণ ও কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে সরকারের এতোগুলো টাকা জলে গেলো।এছাড়া এই প্রকল্পের বরাদ্দ আসার আগ থেকেই স্কুৃল কর্তৃপক্ষ এবং এলাকাবাসসীর দাবি ছিলো ৮ বার নদী ভাঙনের শিকার (ইউনিয়নের একমাত্র হাইস্কুল) রাজরাজেশ্বর ওমর আলী স্কুলটি নয়া বরাদ্দে যেনো একটি ভাসমান স্কুল করা হয়। এতে একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকা বেঁচে যাবে, অন্যদিকে তেমনি শিক্ষার্থীরা দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে আসার বিড়ম্বনা থেকে বেঁচে যাবে। কারণ ভাসমান স্কুলের সাথে দুটি ইঞ্জিন চালিত স্টিলের নৌকা দিয়ে দিলে সেটিতে চরে শিক্ষার্থীরা সহজে স্কুলে পৌছাতে পারতো।তাই এমন ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নদীবিধৌত রাজরাজেশ্বর ইউনিয়নের কোমলমতি শিশু-কিশোরদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সেখানে একটি ভাসমান হাই স্কুল করার দাবী জানাচ্ছি।

  • মুক্তিযুদ্ধের উত্তরসূরি-মাহাবুব মন্ডল

    মুক্তিযুদ্ধের উত্তরসূরি-মাহাবুব মন্ডল

    ??

    মুক্তিযুদ্ধের উত্তরসূরি

    —✍ মাহাবুব মন্ডল

    মাননীয় প্রধানমন্ত্রী সমীপে বলছি,

    অামি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের
    উত্তরসূরি বলছি-
    প্রায় দুই যুগ অাগে স্নাতক পাস করেছি
    একটি সরকারি চাকুরী অামার ভাগ্যে জুটেনি!

    মাননীয় প্রধানমন্ত্রী,

    ৯০’এর গণ-অান্দোলনে গণতন্ত্র-পুণরুদ্ধারে
    অামি ঐ রাজপথে মিছিলে
    কাংঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে অানতে
    রক্ত দিয়েছি ;
    পরবর্তী সময় বেকারত্বের ঘানি
    টানতে টানতে অবশেষে অামি
    খবরের কাগজের রিপোর্টার হয়ে
    জীবিকা নির্বাহ করছি!

    মাননীয় প্রধানমন্ত্রী,

    অামার পুর্বপুরুষরা
    মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছে
    বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে
    দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য
    যুদ্ধ করেছে
    মায়ের ভাষায় কথা বলার জন্য
    যুদ্ধ করেছে
    নতুন একটি কবিতার জন্য
    যুদ্ধ করেছে
    বাংলার মানচিত্র ছিনিয়ে অানতে
    যুদ্ধ করেছে
    শোষন মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে
    যুদ্ধ করেছে
    ঐ লাল-সবুজের পতাকার জন্য
    যুদ্ধ করেছে
    অতঃপর কাংঙ্খিত স্বাধীনতা ছিনিয়ে এনেছে!

    মাননীয় প্রধানমন্ত্রী,

    অামি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের
    উত্তরসূরি বলছি
    স্বাধীনতার ৪৭ বছর পরেও
    এই বাংলার বুঁকে অামি
    মৌলিক অধিকার খুঁজি
    দু-বেলা দু-মুঠো ভাতের জন্যে
    জীবন সংগ্রামে যুদ্ধ করি!

    মাননীয় প্রধানমন্ত্রী,

    অামি ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম  সংগঠকের উত্তরসূরি বলছি
    অামি অাজ অাপনার নিকট
    দু-বেলা দু-মুঠো ভাতের অধিকার চাইছি;
    অামি অাজ অাপনার নিকট
    অামার পরিবারের সু-চিকিৎসার
    সুযোগ চাইছি
    অামি অাজ অাপনার নিকট অামার সন্তানদের সু-শিক্ষার সুযোগ চাইছি
    অামি অাজ অাপনার নিকট স্বাধীন বাংলার মানচিত্রে একটু মাথা গুজার ঠাঁই চাইছি!

    মাননীয় প্রধানমন্ত্রী,

    যদি অামার এতটুকুন অধিকার না পাই
    তবে অাপনার নিকট অাজ অামি
    শুধু… এক…পেয়ালা….বিষ….চাই….!!

    ✊✊✊✊✊✊??✊✊✊✊✊✊

  • হায়রে জীবন ধারা-মাহাবুব মন্ডল

    হায়রে জীবন ধারা-মাহাবুব মন্ডল

    হায়রে জীবন ধারা

    মাহাবুব মন্ডল

    খুঁজে বেরাই অাজ মানবতা
    উচুঁ অাসনে বসে অাছেন
    মানবতা বিরোধীরা
    ধুঁকে ধুঁকে মরছে
    জনদরদীরা!

    হায়রে জীবন ধারা
    সমাজের ঘুনে
    ধরেছে মনে
    খেয়ে ফেলেছে মায়া মমতা!

    দেশ প্রেমিকদের দুঃখে কাঁদে
    অামার সোনার বাংলা!!