মুক্তিযুদ্ধের উত্তরসূরি-মাহাবুব মন্ডল

??

মুক্তিযুদ্ধের উত্তরসূরি

—✍ মাহাবুব মন্ডল

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে বলছি,

অামি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের
উত্তরসূরি বলছি-
প্রায় দুই যুগ অাগে স্নাতক পাস করেছি
একটি সরকারি চাকুরী অামার ভাগ্যে জুটেনি!

মাননীয় প্রধানমন্ত্রী,

৯০’এর গণ-অান্দোলনে গণতন্ত্র-পুণরুদ্ধারে
অামি ঐ রাজপথে মিছিলে
কাংঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে অানতে
রক্ত দিয়েছি ;
পরবর্তী সময় বেকারত্বের ঘানি
টানতে টানতে অবশেষে অামি
খবরের কাগজের রিপোর্টার হয়ে
জীবিকা নির্বাহ করছি!

মাননীয় প্রধানমন্ত্রী,

অামার পুর্বপুরুষরা
মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছে
বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে
দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য
যুদ্ধ করেছে
মায়ের ভাষায় কথা বলার জন্য
যুদ্ধ করেছে
নতুন একটি কবিতার জন্য
যুদ্ধ করেছে
বাংলার মানচিত্র ছিনিয়ে অানতে
যুদ্ধ করেছে
শোষন মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে
যুদ্ধ করেছে
ঐ লাল-সবুজের পতাকার জন্য
যুদ্ধ করেছে
অতঃপর কাংঙ্খিত স্বাধীনতা ছিনিয়ে এনেছে!

মাননীয় প্রধানমন্ত্রী,

অামি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের
উত্তরসূরি বলছি
স্বাধীনতার ৪৭ বছর পরেও
এই বাংলার বুঁকে অামি
মৌলিক অধিকার খুঁজি
দু-বেলা দু-মুঠো ভাতের জন্যে
জীবন সংগ্রামে যুদ্ধ করি!

মাননীয় প্রধানমন্ত্রী,

অামি ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম  সংগঠকের উত্তরসূরি বলছি
অামি অাজ অাপনার নিকট
দু-বেলা দু-মুঠো ভাতের অধিকার চাইছি;
অামি অাজ অাপনার নিকট
অামার পরিবারের সু-চিকিৎসার
সুযোগ চাইছি
অামি অাজ অাপনার নিকট অামার সন্তানদের সু-শিক্ষার সুযোগ চাইছি
অামি অাজ অাপনার নিকট স্বাধীন বাংলার মানচিত্রে একটু মাথা গুজার ঠাঁই চাইছি!

মাননীয় প্রধানমন্ত্রী,

যদি অামার এতটুকুন অধিকার না পাই
তবে অাপনার নিকট অাজ অামি
শুধু… এক…পেয়ালা….বিষ….চাই….!!

✊✊✊✊✊✊??✊✊✊✊✊✊

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *